মোস্তাকিম শুভ, সেলটা
Pre-listening & Prediction
(গত সংখ্যার পর)
হয়তোবা রেকর্ডিং তখন সবাইকে স্বাগত জানিয়ে কথা শুরু করেছে—নির্দেশাবলি কথা বলছে, পরীক্ষা পরিস্থিতির সঙ্গে পরিচিত করাচ্ছে, উদাহরণ টানছে ইত্যাদি ইত্যাদি। তারপর কিছু সময় একদম চুপ, কোনো কথা নেই। এই সময়টুকু ইচ্ছাকৃত। এটাকে কাজে লাগাতে হবে, তবে কীভাবে? সেসব নিয়েই আজকের এই পাঠদান।
এখানে যে বিষয়গুলো আমরা জানলাম, তা হলো: (ক) সম্ভাব্য উত্তরের ধরন বা প্রকার
(খ) প্রি-লিসনিং প্রশ্নপত্র পড়তে
শেখা (গ) প্রি-লিসনিং প্রশ্নপত্র বিশ্লেষণ ও সম্ভাব্য উত্তর অনুমান
(ঘ) সম্ভাব্য উত্তরের সঙ্গে ট্রান্সক্রিপ্ট মিলানো।
আপনার দক্ষতার মাপকাঠি
একনজরে সারকথা
■ ইনস্ট্রাকশন বলে দেয় কী করা যাবে, কী করা যাবে না।
■ টাইটেল সমগ্র বিষয়ের ওপর একটি সার্বিক ধারণা দেয়। অনুরূপভাবে সাবটাইটেল তার অংশের ধারণা দেয়।
■ উদাহরণের অংশ কখনো প্যারাফ্রেজ করে বলে না।
■ কি পয়েন্টস, মডিফায়ার, কোয়ান্টিফায়ার ইত্যাদি এর ওপর সঠিক জবাব নির্ভর করে।
■ প্যারালাল স্ট্রাকচারের বিষয়গুলো একই ধরনের অথবা বিপরীতমুখী হয়।
■ রেকর্ডিং শোনার পূর্বে প্রশ্নপত্র পড়তে শিখুন। আপনি জেনে যাবেন, কী করতে হবে সঠিক উত্তরের জন্য। এবার ট্রান্সক্রিপ্ট (রেকর্ডিংয়ের টেক্সটের লিখিত রূপ) সঙ্গে প্রশ্নপত্র মিলান। দেখুন, প্রশ্নপত্র কীভাবে থাকে, আর সেটা রেকর্ডিংয়ে কীভাবে বলে।
চলবে... আগামী সংখ্যায়
(পর্ব-১০.১: Listening to Verb & Adjective)
আরও পড়ুন:
Pre-listening & Prediction
(গত সংখ্যার পর)
হয়তোবা রেকর্ডিং তখন সবাইকে স্বাগত জানিয়ে কথা শুরু করেছে—নির্দেশাবলি কথা বলছে, পরীক্ষা পরিস্থিতির সঙ্গে পরিচিত করাচ্ছে, উদাহরণ টানছে ইত্যাদি ইত্যাদি। তারপর কিছু সময় একদম চুপ, কোনো কথা নেই। এই সময়টুকু ইচ্ছাকৃত। এটাকে কাজে লাগাতে হবে, তবে কীভাবে? সেসব নিয়েই আজকের এই পাঠদান।
এখানে যে বিষয়গুলো আমরা জানলাম, তা হলো: (ক) সম্ভাব্য উত্তরের ধরন বা প্রকার
(খ) প্রি-লিসনিং প্রশ্নপত্র পড়তে
শেখা (গ) প্রি-লিসনিং প্রশ্নপত্র বিশ্লেষণ ও সম্ভাব্য উত্তর অনুমান
(ঘ) সম্ভাব্য উত্তরের সঙ্গে ট্রান্সক্রিপ্ট মিলানো।
আপনার দক্ষতার মাপকাঠি
একনজরে সারকথা
■ ইনস্ট্রাকশন বলে দেয় কী করা যাবে, কী করা যাবে না।
■ টাইটেল সমগ্র বিষয়ের ওপর একটি সার্বিক ধারণা দেয়। অনুরূপভাবে সাবটাইটেল তার অংশের ধারণা দেয়।
■ উদাহরণের অংশ কখনো প্যারাফ্রেজ করে বলে না।
■ কি পয়েন্টস, মডিফায়ার, কোয়ান্টিফায়ার ইত্যাদি এর ওপর সঠিক জবাব নির্ভর করে।
■ প্যারালাল স্ট্রাকচারের বিষয়গুলো একই ধরনের অথবা বিপরীতমুখী হয়।
■ রেকর্ডিং শোনার পূর্বে প্রশ্নপত্র পড়তে শিখুন। আপনি জেনে যাবেন, কী করতে হবে সঠিক উত্তরের জন্য। এবার ট্রান্সক্রিপ্ট (রেকর্ডিংয়ের টেক্সটের লিখিত রূপ) সঙ্গে প্রশ্নপত্র মিলান। দেখুন, প্রশ্নপত্র কীভাবে থাকে, আর সেটা রেকর্ডিংয়ে কীভাবে বলে।
চলবে... আগামী সংখ্যায়
(পর্ব-১০.১: Listening to Verb & Adjective)
আরও পড়ুন:
গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে মৃদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন রায়হান খান। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ফলাফল ঘোষণা শেষ করে গকসু নির্বাচন কমিশন।
৩ ঘণ্টা আগেরাজধানীর নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটে নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার ছাপানো ও ফাঁস হওয়া নকল ব্যালটের অভিযোগ নিয়ে এবার অধিকতর তদন্ত করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন কমিশন। নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে...
১১ ঘণ্টা আগেতিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, জয়-পরাজয় যাই হোক না কেন, তাদের অধিকার ও স্বার্থরক্ষায় লড়াই অব্যাহত রাখব। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে অনিয়ম শিক্ষার্থীদের প্রত্যাশিত ভোটাধিকারকে ব্যাহত করেছে। তবু আমরা আন্দোলন-সংগ্রামের পথেই আছি।’
১৯ ঘণ্টা আগেশিক্ষার্থীদের অংশগ্রহণে ইতিমধ্যেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর ভোটাধিকার প্রয়োগ করতে পারায় তারা উচ্ছ্বসিত। এবারের নির্বাচনে ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৭ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১ জন।
১ দিন আগে