Ajker Patrika

ইউনিফর্মের বিষয়ে বেশি কড়াকড়ি না করাই ভালো : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৫৬
ইউনিফর্মের বিষয়ে বেশি কড়াকড়ি না করাই ভালো : শিক্ষামন্ত্রী

৫৪৪ দিন ছুটির পর আজ রোববার সারা দেশে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। উৎসবমুখর পরিবেশে ক্লাস শুরু করেছে শিক্ষার্থীরা। রাজধানীর আজিমপুর গার্লস স্কুল পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী দীপু মনি সাংবাদিকদের বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সাজ সাজ রব দেখা যাচ্ছে।

মন্ত্রী বলেন, `সবার মধ্যে দারুণ উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সবার মধ্যেই আনন্দ কাজ করছে। আমরা যে প্রস্তুতি নিচ্ছিলাম, তা দেখভালের কাজ করছে শিক্ষা অধিদপ্তর।'

দীপু মনি বলেন, `এখন করোনার সঙ্গে ডেঙ্গুর প্রকোপও বেড়েছে। যে সময় শিক্ষার্থীরা স্কুলে থাকবে, সেই সময় ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতে পুরো হাতা জামা, ফুলপ্যান্ট বা পাজামা পরে আসতে হবে। আমি অভিভাবকদের বলব এসবের দিকে নজর দিতে। এ ছাড়া স্কুলের ইউনিফর্মের বিষয়ে এই গোড়ার দিকে স্কুল কর্তৃপক্ষ যেন কড়াকড়ি না করে, সে বিষয়েও বলব। অনেকেরই এই দেড় বছরে ইউনিফর্ম ছোট হয়ে গেছে।'

মন্ত্রী বলেন, ডেঙ্গু থেকে শিক্ষার্থীদের বাঁচাতে কর্তৃপক্ষকে সচেতন হতে হবে। প্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে, যেন ডেঙ্গুর হাত থেকে রক্ষা পায়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, `প্রতিদিনই আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান মনিটরিং করব। একেক দিন একেক স্কুলে যাব। আজ আমরা জানিয়ে এসেছি, কিন্তু এরপর থেকে আর জানাব না।'

মন্ত্রী বলেন, পরিস্থিতি খারাপের দিকে গেলে আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত