Ajker Patrika

ইবিতে এখনো ৪৬৪ সিট খালি

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
ইবিতে এখনো ৪৬৪ সিট খালি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গত ২৭ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ বাদে ২ হাজার ৬৬টি আসনের মধ্যে তিনটি ইউনিটে ৪৬৪টি আসন খালি রয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসানুল আম্বিয়া আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ১১ জানুয়ারি প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়। পরে ১৯ জানুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হয়ে ভর্তি কার্যক্রম শেষ হয় ২৫ জানুয়ারি। তৃতীয় মেধাতালিকার ভর্তি শেষ হয়েছে গত ৭ ফেব্রুয়ারি এবং সবশেষ চতুর্থ মেধাতালিকার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয় ২৭ ফেব্রুয়ারি।

এ পর্যন্ত তিন ইউনিটে মোট ভর্তি হয়েছে ১ হাজার ৫১৮ জন ভর্তি–ইচ্ছুক। যার মধ্যে ‘এ’ ইউনিট থেকে ৬৫৯ জন, ‘বি’ ইউনিট থেকে ৪৯০ জন ও ‘সি’ ইউনিট থেকে ৩৬৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আসন ফাঁকা আছে ৩০০, ব্যবসায় শিক্ষা বিভাগের ৭৬ এবং মানবিকের ৮৮টি আসন ফাঁকা রয়েছে। এতে মোট ফাঁকা সিট ৪৬৪।

পরবর্তী মেধাতালিকার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসানুল আম্বিয়া আজকের পত্রিকাকে বলেন, আগামী ৩ মার্চ অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হবে। এতেও আসন পূর্ণ না হলে, পর্যায়ক্রমে আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাতালিকা দেওয়া হবে।

উল্লেখ্য, ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মেধাতালিকা প্রকাশিত হয় গত ৩১ ডিসেম্বর। এতে মোট আবেদন পড়েছিল ৩৭ হাজার ৭১৪ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত