ঢাবি প্রতিনিধি
উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদের অপসারণ দাবিতে অনশনরত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা সাড়ে ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করছেন তাঁরা।
অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষার্থীরা হলেন—ফাইন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাবির আহমেদ জুবেল, ফার্মেসি বিভাগের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আরাফাত সাদ, আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কাজী রাকিব, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জেসান অর্ক মারান্ডি এবং রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোজাম্মেল।
কর্মসূচিতে নেতৃত্বে থাকা ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আরাফাত সাদ বলেন, ‘শাবিপ্রবির শিক্ষার্থীরা গত তিন দিন ধরে উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদের পদত্যাগের দাবিতে অনশন করছেন। এই ভিসি হচ্ছেন সেই ভিসি, যিনি ক্যাম্পাসে পুলিশ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন, একই সঙ্গে ছাত্রলীগ দিয়ে হামলা করেছেন। এমনকি সাউন্ড গ্রেনেড দিয়ে হামলা করেছেন। এভাবে হামলা আমাদের দেশের ইতিহাসে কমই হয়েছে। একাত্তরের আগে পাকিস্তানি শাসকেরা এবং আশির দশকে স্বৈরাচারী এরশাদ এটা করত। বর্তমান সরকারের সময়ে আমরা এটি দেখলাম। তাই শাবিপ্রবি শিক্ষার্থীদের ন্যায্য দাবির সঙ্গে সংহতি জানিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজুতে অবস্থান করছি। আমরা দুপুর পর্যন্ত অবস্থান করব।’
দাবি মেনে না নেওয়া পর্যন্ত নানাবিধ কর্মসূচি চালিয়ে যাবেন উল্লেখ করে সাদ আরও বলেন, ‘আজকে আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’
আরও পড়ুন:
উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদের অপসারণ দাবিতে অনশনরত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা সাড়ে ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করছেন তাঁরা।
অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষার্থীরা হলেন—ফাইন্যান্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাবির আহমেদ জুবেল, ফার্মেসি বিভাগের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আরাফাত সাদ, আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কাজী রাকিব, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জেসান অর্ক মারান্ডি এবং রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোজাম্মেল।
কর্মসূচিতে নেতৃত্বে থাকা ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আরাফাত সাদ বলেন, ‘শাবিপ্রবির শিক্ষার্থীরা গত তিন দিন ধরে উপাচার্য ফরিদ উদ্দীন আহমেদের পদত্যাগের দাবিতে অনশন করছেন। এই ভিসি হচ্ছেন সেই ভিসি, যিনি ক্যাম্পাসে পুলিশ দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন, একই সঙ্গে ছাত্রলীগ দিয়ে হামলা করেছেন। এমনকি সাউন্ড গ্রেনেড দিয়ে হামলা করেছেন। এভাবে হামলা আমাদের দেশের ইতিহাসে কমই হয়েছে। একাত্তরের আগে পাকিস্তানি শাসকেরা এবং আশির দশকে স্বৈরাচারী এরশাদ এটা করত। বর্তমান সরকারের সময়ে আমরা এটি দেখলাম। তাই শাবিপ্রবি শিক্ষার্থীদের ন্যায্য দাবির সঙ্গে সংহতি জানিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজুতে অবস্থান করছি। আমরা দুপুর পর্যন্ত অবস্থান করব।’
দাবি মেনে না নেওয়া পর্যন্ত নানাবিধ কর্মসূচি চালিয়ে যাবেন উল্লেখ করে সাদ আরও বলেন, ‘আজকে আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’
আরও পড়ুন:
বিশ্ববিদ্যালয়জীবন শুধু পড়াশোনা নয়, এটি স্বপ্ন গড়ে তোলার, লক্ষ্য নির্ধারণের এবং ক্যারিয়ার তৈরির এক গুরুত্বপূর্ণ সময়। প্রত্যেক শিক্ষার্থী নিজেকে প্রস্তুত করেন ভবিষ্যতের জন্য। তাঁদের মনে এমন পরিকল্পনা থাকতে পারে—আমি কী হব, আমি কী করব, আমি কী করতে চাই এবং...
১ দিন আগেমনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আরিয়েত্তি। বয়স সবে ৯ বছর। এ ছোট্ট বয়সেই রোবট বানিয়ে তাঁর অর্জনের ঝুলিতে পুরেছে গোল্ড মেডেল। শুধু কি তা-ই? সে লিখেছে গল্পের বই, শিখেছে প্রোগ্রামিং!
১ দিন আগেদিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৮ জন শিক্ষার্থী অর্জন করেছেন মর্যাদাপূর্ণ মিলেনিয়াম ফেলোশিপ ২০২৫। জাতিসংঘের ইউনাইটেড নেশনস একাডেমিক ইমপ্যাক্ট (ইউএনএআই) এবং মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্কের...
১ দিন আগেশিক্ষাজীবন শুধু পরীক্ষার খাতা ভরাট করার জন্য নয়। এটি আসলে ভবিষ্যৎ-জীবনের প্রস্তুতির সময়। একজন শিক্ষার্থীর বড় কাজ শুধু বই মুখস্থ করা নয়; বরং এমন শেখার কৌশল আয়ত্ত করা, যা দ্রুত, গভীর ও দীর্ঘস্থায়ীভাবে জ্ঞান অর্জনে সাহায্য করে।
১ দিন আগে