Ajker Patrika

২৭ সেপ্টেম্বরের পর খুলে দেওয়া হতে পারে ইসলামি বিশ্ববিদ্যালয়

ইবি প্রতিনিধি
২৭ সেপ্টেম্বরের পর খুলে দেওয়া হতে পারে ইসলামি বিশ্ববিদ্যালয়

আগামী  ২৭ সেপ্টেম্বরের পর কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হতে পারে  বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ আবদুস সালাম। তবে ক্যাম্পাস খোলার আগে শতভাগ শিক্ষার্থীদের  টিকার আওতা আসতে হবে। আজ (১৪ সেপ্টেম্বর)  উপাচার্যের বাসভবনে  কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

শেখ আবদুস সালাম বলেন, খুব দ্রুতই বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। তার আগে শতভাগ শিক্ষার্থীদের  টিকা নিশ্চিত করতে হবে। আগামী ২৭ সেপ্টেম্বরর মধ্যে যেসব শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড বা জন্ম নিবন্ধন সনদ রয়েছে তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা অ্যাপে’ টিকার নিবন্ধন সম্পন্ন করতে হবে। যাদের জন্ম নিবন্ধন সনদ নেই তারা দ্রুত জন্ম নিবন্ধন সম্পন্ন করতে হবে।

 সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, শিক্ষার্থীদের  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দেওয়া অ্যাপসে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে জন্ম নিবন্ধন নম্বরসহ তথ্য দিতে হবে। শিক্ষার্থীরা আন্তরিক হলে ২৭ সেপ্টেম্বরের মধ্যে শতভাগ শিক্ষার্থী টিকা নিবন্ধনের আওতায় চলে আসবে। এরপর আমরা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সঙ্গে মিটিং করে  বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে  তারিখ নির্ধারণ করতে পারবো বলে আশা করছি।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা ও ক্লাসে পাঠদান শুরুর বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠক শেষে ইসলামি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শেষ আবদুস সালাম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত