Ajker Patrika

তিন বছরে প্রায় ৪০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে হাঙ্গেরি

আপডেট : ০২ জুলাই ২০২১, ১৫: ৪১
তিন বছরে প্রায় ৪০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে হাঙ্গেরি

বৃত্তি দিয়ে প্রায় ৪০০ বাংলাদেশি শিক্ষার্থীকে পড়ার সুযোগ দেবে হাঙ্গেরি। সম্প্রতি দুই দেশের মধ্যে এ–সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 

আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী তিন বছরের জন্য আন্ডার গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট পর্যায়ে প্রতিবছর ১৩০ জন বাংলাদেশি শিক্ষার্থীকে ফুল স্কলারশিপ দেবে হাঙ্গেরি সরকার। স্টাইপেন্ডিয়ান হাঙ্গেরিকাম প্রোগ্রামের আওতায় এই স্কলারশিপ দেওয়া হবে। 

অস্ট্রিয়া, হাঙ্গেরি ও স্লোভেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত এবং হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী ওরসোলিয়া প্যাকসে-তোমাসিক গত ৩০ জুন বুদাপেস্টে হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ে এমওইউ স্বাক্ষর করেন। 

এই এমওইউর আওতায় শিক্ষার্থী ও পরমাণু শক্তিবিষয়ক পেশাদারদের জন্য ৩০টি কোটা সংরক্ষিত থাকবে। এর আগে হাঙ্গেরি প্রতিবছর ১০০ জন করে তিন বছরে ৩০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার চুক্তি করেছিল। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আগে বৈঠককালে উভয় পক্ষ অর্থনীতি, স্বাস্থ্য, পানি ব্যবস্থাপনা, কৃষিসহ বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ রোডম্যাপ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্‌যাপন নিয়ে আলোচনা করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত