সহায়িকা ডেস্ক
জাপানের অন্যতম একটি স্কলারশিপ হলো ‘হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ’। ২০২২ সালের জন্য এই স্কলারশিপের আবেদন আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। জাপানে পড়াশোনা করতে আগ্রহী পৃথিবীর যেকোনো দেশের শিক্ষার্থী হোনজো স্কলারশিপ ২০২২-এর জন্য আবেদন করতে পারবেন।
উচ্চশিক্ষার জন্য এটা একটা ফুল ফান্ডেড স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে জাপানের যেকোনো বিশ্ববিদ্যালয়ে, যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়াশোনা করা যাবে।
সারা পৃথিবীর মেধাবী শিক্ষার্থীদের আকষর্ণ করতে এ স্কলারশিপ দেওয়া হয়।
যোগ্যতা
১. জাপান ব্যতীত অন্য কোনো দেশের নাগরিক হতে হবে।
২. স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৩. পিএইচডি ডিগ্রির আবেদন করতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৪. বয়স স্নাতকোত্তরের জন্য সর্বোচ্চ ৩০ বছর এবং পিএইচডির জন্য সর্বোচ্চ ৩৫ বছর।
৫. জাপানি ভাষায় নিয়মিত কথা বলার মতো দক্ষতা থাকতে হবে। সাক্ষাৎকার জাপানি ভাষায় নেওয়া হবে।
কোর্সের নাম
আগ্রহ অনুসারে শিক্ষার্থীরা যেকোনো বিষয়ে পড়াশোনা করতে পারবেন। বিষয় বাছাই করার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই। নিচে কয়েকটি মেজর কোর্সের নাম উল্লেখ করা হলো:
১. বিজ্ঞান
২. সামাজিক বিজ্ঞান
৩. সাধারণ বিজ্ঞান
৪. প্রাকৃতিক বিজ্ঞান
৫. প্রকৌশল ও প্রযুক্তি
৬. ব্যবসায় ও বাণিজ্য
৭. মানবিক
৮. কলা
৯. আইন
১০. অন্যান্য।
প্রয়োজনীয় ডকুমেন্টস
১. শিক্ষার সনদ
২. রিসার্চ প্রপোজাল
৩. রিকমেন্ডেশন লেটার (প্রশংসকারীকে সরাসরি [email protected] ই-মেইলে জমা দিতে হবে)
৪. ভর্তির চিঠি।
আবেদন করতে
অনলাইনে হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশনের আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টের পিডিএফ ফাইল আপলোড করতে হবে।
সুযোগ-সুবিধা
১. এক বা দুই বছরের জন্য মাসিক ২,০০,০০০ ইয়েন।
২. তিন বছরের জন্য মাসিক ১,৮০,০০০ ইয়েন।
৩. ৪ অথবা ৫ বছরের জন্য মাসিক ১,৫০,০০০ ইয়েন।
আবেদন শুরু: ১ সেপ্টেম্বর, ২০২১।
আবেদনের সময় শেষ: ৩১ অক্টোবর, ২০২১।
বিস্তারিত জানতে ও আবেদন করতে: https://www.careershelpdesk.com/honjo-international-scholarships-2021-for-international-students-study-in-japan/
জাপানের অন্যতম একটি স্কলারশিপ হলো ‘হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ’। ২০২২ সালের জন্য এই স্কলারশিপের আবেদন আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। জাপানে পড়াশোনা করতে আগ্রহী পৃথিবীর যেকোনো দেশের শিক্ষার্থী হোনজো স্কলারশিপ ২০২২-এর জন্য আবেদন করতে পারবেন।
উচ্চশিক্ষার জন্য এটা একটা ফুল ফান্ডেড স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে জাপানের যেকোনো বিশ্ববিদ্যালয়ে, যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়াশোনা করা যাবে।
সারা পৃথিবীর মেধাবী শিক্ষার্থীদের আকষর্ণ করতে এ স্কলারশিপ দেওয়া হয়।
যোগ্যতা
১. জাপান ব্যতীত অন্য কোনো দেশের নাগরিক হতে হবে।
২. স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৩. পিএইচডি ডিগ্রির আবেদন করতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
৪. বয়স স্নাতকোত্তরের জন্য সর্বোচ্চ ৩০ বছর এবং পিএইচডির জন্য সর্বোচ্চ ৩৫ বছর।
৫. জাপানি ভাষায় নিয়মিত কথা বলার মতো দক্ষতা থাকতে হবে। সাক্ষাৎকার জাপানি ভাষায় নেওয়া হবে।
কোর্সের নাম
আগ্রহ অনুসারে শিক্ষার্থীরা যেকোনো বিষয়ে পড়াশোনা করতে পারবেন। বিষয় বাছাই করার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই। নিচে কয়েকটি মেজর কোর্সের নাম উল্লেখ করা হলো:
১. বিজ্ঞান
২. সামাজিক বিজ্ঞান
৩. সাধারণ বিজ্ঞান
৪. প্রাকৃতিক বিজ্ঞান
৫. প্রকৌশল ও প্রযুক্তি
৬. ব্যবসায় ও বাণিজ্য
৭. মানবিক
৮. কলা
৯. আইন
১০. অন্যান্য।
প্রয়োজনীয় ডকুমেন্টস
১. শিক্ষার সনদ
২. রিসার্চ প্রপোজাল
৩. রিকমেন্ডেশন লেটার (প্রশংসকারীকে সরাসরি [email protected] ই-মেইলে জমা দিতে হবে)
৪. ভর্তির চিঠি।
আবেদন করতে
অনলাইনে হোনজো ইন্টারন্যাশনাল স্কলারশিপ ফাউন্ডেশনের আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টের পিডিএফ ফাইল আপলোড করতে হবে।
সুযোগ-সুবিধা
১. এক বা দুই বছরের জন্য মাসিক ২,০০,০০০ ইয়েন।
২. তিন বছরের জন্য মাসিক ১,৮০,০০০ ইয়েন।
৩. ৪ অথবা ৫ বছরের জন্য মাসিক ১,৫০,০০০ ইয়েন।
আবেদন শুরু: ১ সেপ্টেম্বর, ২০২১।
আবেদনের সময় শেষ: ৩১ অক্টোবর, ২০২১।
বিস্তারিত জানতে ও আবেদন করতে: https://www.careershelpdesk.com/honjo-international-scholarships-2021-for-international-students-study-in-japan/
বিশ্ববিদ্যালয়জীবন শুধু পড়াশোনা নয়, এটি স্বপ্ন গড়ে তোলার, লক্ষ্য নির্ধারণের এবং ক্যারিয়ার তৈরির এক গুরুত্বপূর্ণ সময়। প্রত্যেক শিক্ষার্থী নিজেকে প্রস্তুত করেন ভবিষ্যতের জন্য। তাঁদের মনে এমন পরিকল্পনা থাকতে পারে—আমি কী হব, আমি কী করব, আমি কী করতে চাই এবং...
১৫ ঘণ্টা আগেমনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আরিয়েত্তি। বয়স সবে ৯ বছর। এ ছোট্ট বয়সেই রোবট বানিয়ে তাঁর অর্জনের ঝুলিতে পুরেছে গোল্ড মেডেল। শুধু কি তা-ই? সে লিখেছে গল্পের বই, শিখেছে প্রোগ্রামিং!
১৬ ঘণ্টা আগেদিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৮ জন শিক্ষার্থী অর্জন করেছেন মর্যাদাপূর্ণ মিলেনিয়াম ফেলোশিপ ২০২৫। জাতিসংঘের ইউনাইটেড নেশনস একাডেমিক ইমপ্যাক্ট (ইউএনএআই) এবং মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্কের...
১৭ ঘণ্টা আগেশিক্ষাজীবন শুধু পরীক্ষার খাতা ভরাট করার জন্য নয়। এটি আসলে ভবিষ্যৎ-জীবনের প্রস্তুতির সময়। একজন শিক্ষার্থীর বড় কাজ শুধু বই মুখস্থ করা নয়; বরং এমন শেখার কৌশল আয়ত্ত করা, যা দ্রুত, গভীর ও দীর্ঘস্থায়ীভাবে জ্ঞান অর্জনে সাহায্য করে।
১৮ ঘণ্টা আগে