Ajker Patrika

জাবি ভর্তি পরীক্ষার তারিখ দুদিন পেছাল, ‘ডি’ ইউনিটের পরীক্ষা প্রথমে

নিজস্ব প্রতিবেদক
জাবি ভর্তি পরীক্ষার তারিখ দুদিন পেছাল, ‘ডি’ ইউনিটের পরীক্ষা প্রথমে

পরিবহন ধর্মঘটের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ আগামী ৭ ও ৮ নভেম্বর এর পরিবর্তে ২০ ও ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও ডেপুটি রেজিস্ট্রার মো. আবু হাসান।

আবু হাসান সাংবাদিকদের বলেন, পরিবহন ধর্মঘটের কারণে আগামী ৭ ও ৮ নভেম্বরের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। ওই দুই দিনের পরীক্ষা ২০ ও ২১ নভেম্বর নেওয়া হবে। এ ছাড়া আর কোনো পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়নি।

বিশ্ববিদ্যালয়টিতে মোট নয়টি ইউনিটে পরীক্ষায় অংশ নেবেন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা। সে ক্ষেত্রে সংশোধিত তারিখ অনুযায়ী আগামী ৯ ও ১০ নভেম্বর ‘ডি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি যুদ্ধ শুরু হতে যাচ্ছে।

এরপর পূর্বের ঘোষণা অনুযায়ী ১১ নভেম্বর ‘এইচ’ এবং ‘জি’ ইউনিট, ১৪ নভেম্বর ‘বি’ ইউনিট, ১৫ নভেম্বর ‘এফ’ এবং ‘আই’ ইউনিট, ১৬ নভেম্বর ‘ই’ এবং ‘সি-১’ ইউনিট, ১৮ নভেম্বর ‘সি’ ইউনিট, সবশেষে ২০ ও ২১ নভেম্বর দুদিন অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

নির্ধারিত তারিখগুলোতে প্রতিদিন সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হবে এবং বিকেল ৪টা পর্যন্ত মোট পাঁচটি শিফটে এসব পরীক্ষা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থাইল্যান্ডে রাষ্ট্রীয় সফরে ৪০ যৌনকর্মীকে হোটেলে নেন প্রিন্স অ্যান্ড্রু

‘আমি স্কুলে যেতে চাই না’, আত্মহত্যার আগে বলেছিল ৯ বছরের আমাইরা

বিএনপি আলোচনায় বসতে রাজি নয়, জানালেন জামায়াত নেতা

এত শক্তি প্রদর্শন আপনাদের মানায় না—অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি সালাহউদ্দিনের

মরিচের গুঁড়া ছিটিয়ে ডাকাতির চেষ্টা ব্যর্থ, দোকানদার থেকে ২৫ সেকেন্ডে খেলেন ২০টি চড়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ