শিক্ষা ডেস্ক
আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম পছন্দের দেশ হয়ে উঠছে উত্তর-পশ্চিম ইউরোপের দেশ নেদারল্যান্ডস (হল্যান্ড)। দেশটি সেনজেনভুক্ত ও ইউরোপের প্রায় সব দেশের রাজধানীর সঙ্গে সংযুক্ত। এ ছাড়া নেদারল্যান্ডসের আবহাওয়া, পরিবেশ, শিক্ষাব্যবস্থা ও উচ্চশিক্ষার খরচ—সব মিলিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে দেশটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
দেশটির জাতীয় ভাষা ডাচ। তবে এখানে ইংরেজি, ফ্রিসিয়ান ও পাপিয়ামেন্টু ভাষাও প্রচলিত রয়েছে। নেদারল্যান্ডসে পড়তে যাওয়া শিক্ষার্থীরা প্রতিবেশী দেশগুলোতেও কাজের সুযোগ পেয়ে থাকেন। পড়াশোনার ক্ষেত্রে দেশটি বিভিন্ন বৃত্তির অফার করে থাকে। সে রকম একটি হলো মাস্ট্রিচ ইউনিভার্সিটি বৃত্তি। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
সুযোগ-সুবিধা
মাস্ট্রিচ ইউনিভার্সিটি বৃত্তি বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত। এ ছাড়া এ বৃত্তির আওতায় বেশ কিছু সুযোগ-সুবিধা রয়েছে, যেমন জীবনযাত্রার খরচ হিসেবে ১৩ মাসের জন্য ১৫ হাজার ৯২৫ ইউরো ও স্বাস্থ্যবিমা বাবদ ৭০০ ইউরো দেওয়া হবে।
অধ্যয়নের ক্ষেত্র
স্বাস্থ্য, মেডিসিন ও জীববিজ্ঞান অনুষদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, ব্যবসা ও অর্থনীতি স্কুল, মনোবিজ্ঞান ও নিউরোসায়েন্স অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং আইন অনুষদ।
আবেদনের প্রয়োজনীয় তথ্য
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র ওয়ার্ড অথবা পিডিএফ ফাইল করে জমা দিতে হবে। এ ফাইলে সিভি, কাজের অভিজ্ঞতার বিবরণ, মোটিভেশন লেটার ও আগের ডিগ্রির প্রতিলিপি সংযুক্ত করতে হবে। এ ছাড়া আবেদনের সঙ্গে একজন তত্ত্বাবধায়কের যোগাযোগের তথ্য যোগ করতে হবে।
আবেদনের যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের বয়সসীমা ৩৫ বছরের মধ্যে হতে হবে। স্নাতকোত্তরের এ বৃত্তির জন্য আবেদনকারী প্রার্থীদের উচ্চমাধ্যমিক ও স্নাতকে আকর্ষণীয় ফল থাকতে হবে।
আবেদন পদ্ধতি
মাস্ট্রিচ ইউনিভার্সিটির সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির জন্য আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১ ফেব্রুয়ারি ২০২৫।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম পছন্দের দেশ হয়ে উঠছে উত্তর-পশ্চিম ইউরোপের দেশ নেদারল্যান্ডস (হল্যান্ড)। দেশটি সেনজেনভুক্ত ও ইউরোপের প্রায় সব দেশের রাজধানীর সঙ্গে সংযুক্ত। এ ছাড়া নেদারল্যান্ডসের আবহাওয়া, পরিবেশ, শিক্ষাব্যবস্থা ও উচ্চশিক্ষার খরচ—সব মিলিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে দেশটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
দেশটির জাতীয় ভাষা ডাচ। তবে এখানে ইংরেজি, ফ্রিসিয়ান ও পাপিয়ামেন্টু ভাষাও প্রচলিত রয়েছে। নেদারল্যান্ডসে পড়তে যাওয়া শিক্ষার্থীরা প্রতিবেশী দেশগুলোতেও কাজের সুযোগ পেয়ে থাকেন। পড়াশোনার ক্ষেত্রে দেশটি বিভিন্ন বৃত্তির অফার করে থাকে। সে রকম একটি হলো মাস্ট্রিচ ইউনিভার্সিটি বৃত্তি। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
সুযোগ-সুবিধা
মাস্ট্রিচ ইউনিভার্সিটি বৃত্তি বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত। এ ছাড়া এ বৃত্তির আওতায় বেশ কিছু সুযোগ-সুবিধা রয়েছে, যেমন জীবনযাত্রার খরচ হিসেবে ১৩ মাসের জন্য ১৫ হাজার ৯২৫ ইউরো ও স্বাস্থ্যবিমা বাবদ ৭০০ ইউরো দেওয়া হবে।
অধ্যয়নের ক্ষেত্র
স্বাস্থ্য, মেডিসিন ও জীববিজ্ঞান অনুষদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, ব্যবসা ও অর্থনীতি স্কুল, মনোবিজ্ঞান ও নিউরোসায়েন্স অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং আইন অনুষদ।
আবেদনের প্রয়োজনীয় তথ্য
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র ওয়ার্ড অথবা পিডিএফ ফাইল করে জমা দিতে হবে। এ ফাইলে সিভি, কাজের অভিজ্ঞতার বিবরণ, মোটিভেশন লেটার ও আগের ডিগ্রির প্রতিলিপি সংযুক্ত করতে হবে। এ ছাড়া আবেদনের সঙ্গে একজন তত্ত্বাবধায়কের যোগাযোগের তথ্য যোগ করতে হবে।
আবেদনের যোগ্যতা
আগ্রহী প্রার্থীদের বয়সসীমা ৩৫ বছরের মধ্যে হতে হবে। স্নাতকোত্তরের এ বৃত্তির জন্য আবেদনকারী প্রার্থীদের উচ্চমাধ্যমিক ও স্নাতকে আকর্ষণীয় ফল থাকতে হবে।
আবেদন পদ্ধতি
মাস্ট্রিচ ইউনিভার্সিটির সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির জন্য আগ্রহী শিক্ষার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১ ফেব্রুয়ারি ২০২৫।
এসএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষায় ফলাফল তুলনামূলক খারাপ করেছে শিক্ষার্থীরা। বিগত ১৬ বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন।
২ দিন আগেপ্রতিদিনই আমাদের জীবনে ইতিবাচক -নেতিবাচক বিভিন্ন ঘটনা ঘটে থাকে। কিন্তু মানুষ হিসেবে আমরা প্রায়ই নেতিবাচক ঘটনাগুলোতেই বেশি মনোযোগ দিই। ভালো যে অনেক কিছুই ঘটছে, তা হয়তো টেরই পাই না। দিন শেষে আমরা ক্লান্ত, অভিযোগে ভরা, হতাশ। অথচ এ মানসিকতার বদল আনতে পারে একটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস...
২ দিন আগেইতালিতে ইউনিভার্সিটি অব মিলান ডিএসইউ স্কলারশিপ ২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত।
২ দিন আগেলক্ষ্মীপুর জেলার পশ্চিম শেখপুরা গ্রাম থেকে উঠে এসে হলি ক্রস কলেজ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পন্ন করেন। সেখান থেকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস বোস্টনে পাবলিক পলিসিতে পিএইচডি গবেষণার যাত্রা। বর্তমানে ম্যাসাচুসেটস স্টেট হাউসের ব্যস্ত করিডরে লেজিসলেটিভ ইন্টার্ন হিসেবে কাজ...
২ দিন আগে