Ajker Patrika

চীনে জিয়াংসি প্রদেশের সরকারি বৃত্তি

শিক্ষা ডেস্ক
জিংগাংশান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
জিংগাংশান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

বিশ্বায়নের এই যুগে উচ্চশিক্ষা কেবল একটি ডিগ্রি অর্জনের পথ নয়, বরং একটি অভিজ্ঞতা, একটি দৃষ্টিভঙ্গি তৈরির যাত্রা। এই যাত্রায় চীন হয়ে উঠেছে এক নতুন শক্তি। যেখানে আধুনিক প্রযুক্তি, ঐতিহ্যবাহী জ্ঞান আর বৈশ্বিক উদ্দীপনার এক অসাধারণ মেলবন্ধন ঘটেছে। দেশটিতে উন্নত গবেষণাগার, আন্তর্জাতিক মানের শিক্ষা পদ্ধতি ও বৈচিত্র্যময় ছাত্রজীবনের জন্য আজ হাজারো বিদেশি শিক্ষার্থীর প্রথম পছন্দ হয়ে উঠেছে চীন।

প্রতিবছর দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বৃত্তি দিয়ে থাকে। জিয়াংসি প্রদেশের অর্থায়িত সরকারি বৃত্তি তার মধ্যে অন্যতম। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির জিংগাংশান বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

জিংগাংশান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৫৮ সালে, চীনের জিয়ান শহরের কিউংইউয়ান জেলায়। বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়েছে ঐতিহাসিক জিংগাংশান পর্বতমালার নামে, যা চীনের প্রারম্ভিক বিপ্লবের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। বিশ্ববিদ্যালয়টির তিনটি ক্যাম্পাস রয়েছে। যার মধ্যে আধুনিক গবেষণাগার, ২০ লাখের মতো গ্রন্থাগার বই এবং উচ্চ মূল্যের শিক্ষণ ও গবেষণা সরঞ্জাম রয়েছে।

বৃত্তির সুযোগ-সুবিধা

জিয়াংসি প্রদেশের বৃত্তিটি অর্থায়িত। বৃত্তিটির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ২০ হাজার চায়নিজ ইউয়ান দেওয়া হবে। আর্থিক সুবিধা ছাড়াও বৃত্তির নীতিমালা অনুযায়ী আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদনের যোগ্যতা

স্নাতক ডিগ্রি প্রোগ্রামের জন্য প্রার্থীদের উচ্চমাধ্যমিকের সনদ থাকতে হবে। প্রার্থীদের বয়স ২৫ বছরের কম হতে হবে। চায়নিজ ভাষা কোর্সের জন্য প্রার্থীদের অবশ্যই এইচএসকে সনদ থাকতে হবে। আবেদনকারীদের অবশ্যই চমৎকার একাডেমিক পারফরম্যান্স দেখাতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনপত্র, সর্বোচ্চ ডিগ্রির প্রত্যয়নপত্র, একাডেমিক পারফরম্যান্স ট্রান্সক্রিপ্ট, পাসপোর্টের ফটোকপি, চীনা ভাষা পরীক্ষার ফলাফল, শারীরিক পরীক্ষা সনদের ফটোকপি ও চীনা বা ইংরেজিতে একটি অধ্যয়ন পরিকল্পনা।

অধ্যয়নের ক্ষেত্রসমূহ

বিজ্ঞান, প্রকৌশল, মানবিক বিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, আইন, কলা, চিকিৎসাবিজ্ঞানসহ ১১টি বিভাগে ৭৫-৮০টি অনুষদে মোট ৫০-৭৫টি স্নাতক ডিগ্রি জিংগাংশান বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ আগস্ট ২০২৫।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাড়ে ৯ হাজার কোটি টাকা ব্যয়ে হার্ডিঞ্জের পাশে রেলসেতু

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, ভারতের মোদির ভাই যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত