Ajker Patrika

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে পড়ার সুযোগ

অনলাইন ডেস্ক
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১০: ০৪
চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে। এই বৃত্তির নাম শোয়ার্জম্যান স্কলারস স্কলারশিপ।

ইউরোপ, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়ার বাইরে উচ্চশিক্ষার জন্য বর্তমানে জাপান ও চীনের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ক্রমশ বাড়ছে। নানা সুযোগ-সুবিধা এবং উন্নত শিক্ষাব্যবস্থার কারণেই এমনটা ঘটছে। এরই ধারাবাহিকতায়, চীনের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান সিংহুয়া বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ: সম্পূর্ণ বিনা খরচে এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রাম, যার নাম ‘শোয়ার্জম্যান স্কলারস স্কলারশিপ’।

বেইজিংয়ে ১৯১১ সালে যাত্রা শুরু করা সিংহুয়া বিশ্ববিদ্যালয় একাডেমিক উৎকর্ষের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত। ২০টি স্কুল ও ৫৭টি বিভাগের এই বিশ্ববিদ্যালয়টি সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আর্টস, লিটারেচার, সোশ্যাল সায়েন্স ও মেডিসিনের মতো বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীদের আকর্ষণ করে।

এই বৃত্তির আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা নানা ধরনের সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে:

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ : পড়াশোনার জন্য কোনো খরচ বহন করতে হবে না।
  • বিমান ভাড়া : দেশ থেকে চীন এবং চীন থেকে নিজ দেশে আসা-যাওয়ার বিমান খরচ।
  • মাসিক উপবৃত্তি : থাকা-খাওয়া ও আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য পর্যাপ্ত মাসিক ভাতা।
  • বই কেনার ভাতা : প্রয়োজনীয় বইপত্র কেনার জন্য আর্থিক সহায়তা।
  • স্বাস্থ্য বিমা : শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্য বিমা সুবিধা।
  • ভ্রমণ ভাতা : পড়াশোনার অংশ হিসেবে ভ্রমণের জন্য বিশেষ ভাতা।

আবেদনের যোগ্যতা

শোয়ার্জম্যান স্কলারশিপের জন্য আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে:

  • যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে হতে হবে।
  • প্রার্থীর মধ্যে নেতৃত্বের গুণাবলি থাকা আবশ্যক।

এ ছাড়া, ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে টোয়েফেল আইবিটি স্কোর ১০০, আইইএলটিএসে সর্বনিম্ন স্কোর ৭ অথবা কেমব্রিজ ইংলিশ অ্যাডভান্স (সি১) বা কেমব্রিজ ইংলিশ প্রফিশিয়েন্সি (সি২) পরীক্ষায় ন্যূনতম স্কোর ১৮৫ থাকতে হবে। এই স্কোর আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের পদ্ধতিসহ যেকোনো বিষয়ে বিস্তারিত জানতে শোয়ার্জম্যান স্কলারস স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সালিস না মেনে মামলা, ক্ষিপ্ত মেম্বার-চেয়ারম্যানরা হত্যা করেন মা ও ছেলে-মেয়েকে: র‍্যাব

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, ভারতীয় নিরব মোদির বেলজিয়ান ভাই যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার

বরযাত্রীদের বিলাসবহুল গাড়ি উঠে গেল কলেজের দেয়ালে, বরসহ নিহত ৮

ভারত-ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের আম্পায়ারকে নিয়ে উত্তপ্ত পরিস্থিতির কারণ কী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত