Ajker Patrika

বিজয় দিবসের হল ফিস্ট নিয়ে খুবিতে অসন্তোষ

খুলনা বিশ্ববিদ্যালয় 
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ২০: ০৩
বিজয় দিবসের হল ফিস্ট নিয়ে খুবিতে অসন্তোষ

প্রতিবারের ন্যায় এবারও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) হলগুলোতে আবাসিক শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবারের (হল ফিস্ট) আয়োজন করেছে হল কর্তৃপক্ষ। আবাসিক শিক্ষার্থীরা বিনা মূল্যে এই সুবিধা ভোগ করলেও বঞ্চিত হচ্ছেন হলগুলোতে সংযুক্ত প্রায় পাঁচ হাজার অনাবাসিক শিক্ষার্থী। এ নিয়ে অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে চলছে চরম অসন্তোষ। 

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৭ হাজার শিক্ষার্থীর মধ্যে পাঁচ হাজার শিক্ষার্থীই বিভিন্ন হলে অনাবাসিক হিসেবে সংযুক্ত রয়েছেন। এ ক্ষেত্রে বিজয় দিবস উদ্‌যাপনে উন্নতমানের খাবারের আয়োজন শুধু আবাসিক শিক্ষার্থীদের জন্য করায় অসন্তোষ দেখা দিয়েছে। 
 
শিক্ষার্থীরা বলেন, ‘অপর্যাপ্ত আবাসন ব্যবস্থার কারণে হলগুলোতে আমরা যথাসময়ে সিট পাচ্ছি না। বিশেষ দিবসগুলোতে হলে যেসব ফিস্টের আয়োজন করা হয়, তাতে অনাবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণের কোনো সুযোগ থাকে না। অন্তত বিজয় দিবস উপলক্ষে আয়োজিত হল ফিস্টে অনাবাসিক শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি।’ 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অনাবাসিক শিক্ষার্থী ইংরেজি ডিসিপ্লিনের মোস্তাক আহমেদ বলেন, খুবিতে আবাসিক-অনাবাসিক প্রত্যেকেই হল ফি দেয়। কিন্তু ফিস্ট আয়োজন করার বেলায় আবাসিক ও অনাবাসিকদের মধ্যে বৈষম্য করা হয়। মহান বিজয় দিবস সর্বজনীন উৎসব। এখানে এ ধরনের বৈষম্য সৃষ্টি কারও কাম্য নয়। 

ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের ১৮ ব্যাচের শিক্ষার্থী নাঈমা রাফা বলেন, ‘বিশ্ববিদ্যালয় দিবসে ফি দিয়েও বঙ্গমাতা হলে খাবারের সংকট হয়েছে। খাবার নেওয়ার জন্য অনেক রাত পর্যন্ত বসে ছিলাম। পরবর্তী সময়ে বাইরে থেকে খাবার এনে দেওয়া হয়েছে আমাদের। অনাবাসিক বলে এই ফিস্ট থেকেও বঞ্চিত হব?’ 

খান জাহান আলী হলের পরিসংখ্যান ডিসিপ্লিনের এক অনাবাসিক শিক্ষার্থী রাকিব হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় আবাসিক-অনাবাসিক বৈষম্য কারও কাম্য নয়। আমরা যারা অনাবাসিক শিক্ষার্থী আছি তারা বিশ্ববিদ্যালয়ে ঠিকই আবাসিক হল ফি অর্ধেক করে দিই। কিন্তু এ রকম উৎসবগুলো থেকে আমরা বঞ্চিত হই। এবারও কেন আমাদের এ রকম উৎসবের আনন্দ থেকে বঞ্চিত করা হবে?’ 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. তানজিল সওগাত বলেন, বিষয়টা নিয়ে প্রভোস্ট কাউন্সিল উদ্বিগ্ন। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দ্রুত বিষয়টি সমাধান করা হবে। 

বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল জব্বার বলেন, ‘এ বিষয় নিয়ে আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত