Ajker Patrika

শিক্ষার্থীদের জন্য জনপ্রিয় ৫ ওয়েবসাইট

সাব্বির হোসেন
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্তমান যুগে শিক্ষার্থীদের জন্য সুযোগ সীমাহীন। স্নাতক কিংবা স্নাতকোত্তরে পড়াশোনা করছেন? আপনার জন্য অপেক্ষা করছে অসংখ্য সম্ভাবনার দ্বার। বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিতভাবে ঘোষণা করে বৃত্তি, ফেলোশিপ, বিনিময় কর্মসূচি, ইন্টার্নশিপ ও নেতৃত্ব প্রশিক্ষণ। তবে দেশের অনেক শিক্ষার্থী এসব তথ্য জানতেই পারেন না। একটু সচেতনতা আর খোঁজখবর রাখলেই আপনি পেয়ে যেতে পারেন সেই সুযোগ, যা আপনার ক্যারিয়ার এবং জীবনের পথই বদলে দিতে পারে।

আজ থাকছে পাঁচটি জনপ্রিয় ওয়েবসাইট, যেখান থেকে শুরু হতে পারে আপনার স্বপ্ন পূরণের যাত্রা—

স্কলারশিপ কর্নার

বিদেশে পড়াশোনা করতে চান, নাকি নিজের ক্যারিয়ারকে আরও এগিয়ে নিতে চান? স্কলারশিপ কর্নার হতে পারে আপনার প্রথম গন্তব্য। এখানে নিয়মিতভাবে প্রকাশিত হয় পূর্ণ বৃত্তি, আন্তর্জাতিক ফেলোশিপ, বিনিময় কর্মসূচি, অনলাইন কোর্স এবং আন্তর্জাতিক সম্মেলনের তথ্য। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে বিশ্ববিদ্যালয় বা ক্যারিয়ার শুরুর পর্যায়ের তরুণেরা সবাই খুঁজে নিতে পারেন নিজেদের জন্য সঠিক সুযোগ। ওয়েবসাইট

ইয়ুথ অপরচুনিটিজ

তরুণদের জন্য বিশ্বের অন্যতম বৃহৎ সুযোগভিত্তিক প্ল্যাটফর্ম হলো ইয়ুথ অপরচুনিটিজ। এখানে শুধু শিক্ষার্থীরাই নয়, তরুণ পেশাজীবীরাও খুঁজে নিতে পারেন বিভিন্ন সুযোগ—বৃত্তি, ফেলোশিপ, আন্তর্জাতিক সম্মেলন, প্রতিযোগিতা, ইন্টার্নশিপ এবং বিনিময় কর্মসূচি থেকে শুরু করে অনলাইন ও অফলাইন প্রশিক্ষণ। সহজ নেভিগেশন এবং বিভাগ অনুযায়ী সাজানো কনটেন্ট শিক্ষার্থীদের দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করে।ওয়েবসাইট

অপরচুনিটি কর্নার

একাডেমিক লক্ষ্য এবং ক্যারিয়ার—দুটোই একসঙ্গে গড়তে চান? অপরচুনিটি কর্নার হতে পারে সঠিক মাধ্যম। এখানে নিয়মিত প্রকাশিত হয় পূর্ণ ফেলোশিপ, আন্তর্জাতিক বৃত্তি, স্বল্পমেয়াদি কোর্স, বেতনসহ ইন্টার্নশিপের সুযোগ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা ক্যারিয়ারের শুরুর পর্যায়ের তরুণদের জন্য এটি একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম, যা ভবিষ্যতের জন্য দৃঢ় ভিত্তি তৈরি করতে সাহায্য করে। ওয়েবসাইট

জিয়ান ভার্জি নিউজলেটার

যুব নেতৃত্ব ও সামাজিক প্রভাব বিস্তারের সুযোগ খুঁজছেন? জিয়ান ভার্জি নিউজলেটার আপনার জন্য। প্রতি সপ্তাহে ই-মেইলের মাধ্যমে পাঠানো হয় নির্বাচিত বৃত্তি, নেতৃত্ব কর্মসূচি, সম্মেলন ও প্রতিযোগিতার সারসংক্ষেপ। আলাদা করে কোথাও খুঁজতে হয় না, সেরা সুযোগগুলো পৌঁছে যায় সরাসরি আপনার মেইলবক্সে। সাবস্ক্রাইব

এডভয়

বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন, কিন্তু আবেদন, ভিসা বা বৃত্তি-সংক্রান্ত জটিলতায় দ্বিধাগ্রস্ত? এডভয় আপনার পাশে আছে। এখানে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সহায়তা, বৃত্তি খুঁজে পাওয়ার সরঞ্জাম, ভিসা প্রসেসিং পরামর্শ এবং স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনার নির্দেশনা পান। বিদেশে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এটি একটি কার্যকর প্ল্যাটফর্ম, যা জটিল প্রক্রিয়াকে সহজ করে। ওয়েবসাইট

ওপরের প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি আরও অসংখ্য ওয়েবসাইট রয়েছে। গুগলে লিখুন ‘পূর্ণ বৃত্তি ফেলোশিপ কর্মসূচি স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য’। ডিগ্রি, ফান্ডিং ও গন্তব্য দেশ উল্লেখ করে খোঁজ করলে আপনার জন্য খুলে যাবে হাজারো সুযোগ। আজকের শিক্ষার্থী আগামী দিনের বিশ্বনেতা। সঠিক সময়ে সঠিক সুযোগ কাজে লাগাতে পারলে বদলে যেতে পারে জীবনের গতি। তাই সময় নষ্ট না করে এখনই ভিজিট করুন এই ওয়েবসাইটগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শুধু ডিজিএফআইয়ের লোগোর সঙ্গে মিল থাকায় শাপলা না দেওয়া বৈষম্যমূলক: এনসিপি

তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’

ন্যাটোকে ভাঙতে ধূসর খেলায় নেমেছেন পুতিন, দরকার তিন ব্যর্থতা

খাদ্যের ধরন পাল্টে বছরে দেড় কোটি মানুষ বাঁচানো সম্ভব: গবেষণা

মুরগি খুঁজতে গিয়ে কলহ, প্রতিবেশী যুবকের বঁটির কোপে নারী নিহত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত