Ajker Patrika

আবাসিক শিক্ষার্থীদের টিকা দিয়ে খোলা হবে বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
আবাসিক শিক্ষার্থীদের টিকা দিয়ে খোলা হবে বিশ্ববিদ্যালয়

ঢাকা: বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী হলে থাকেন, তাদের সবাইকে করোনাভাইরোস টিকা দেওয়া হবে। এরপরই আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা জানিয়ে মন্ত্রী বলেন, চলতি মে মাসেই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার কথা ছিল। স্বাস্থ্যসম্মত উপায়ে খুলে দেওয়ার ব্যাপারে কিছু চ্যালেঞ্জ আছে। আবাসিক শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করতে চেয়েছি।

৪০টি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়ে দীপু মনি বলেন, যাদের এনআইডি কাছে তাদের তালিকাও স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মাঝে টিকা পাওয়া নিয়ে সমস্যা ছিল, সেসময় এদের (শিক্ষার্থীদের) টিকার বিষয়টি নিশ্চিত করতে পারিনি। এখন টিকা পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়টি নতুন টিকায় অগ্রাধিকার দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতিতে দেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি, আশা করি শিগগিরই দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়গুলো যাতে অনলাইনে পরীক্ষা নিতে পারে সে বিষয়ে একটি রূপরেখা তৈরি করেছে ইউজিসি। শিক্ষা মন্ত্রণালয় গত ২৩ মে সেই রূপরেখা অনুমোদন করেছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ইউজিসি সব বিশ্ববিদ্যালয়কে ২৪ মে এ বিষয়ে জানিয়ে দিয়েছে। এখন সব বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা নিতে পারবে। অনেক জায়গায় পরীক্ষা নিতে না পারায় অনেক শিক্ষার্থী নানা সমস্যায় পড়ছিলেন, সেটার একটা সমাধান হবে।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মাঝে কওমি মাদ্রাসা খুলে দেওয়া হলেও সংক্রমণ বাড়ায় সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। গত ২৩ মে স্কুল-কলেজ এবং ২৪ মে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা থাকলেও এসব প্রতিষ্ঠানে আগামী ২৯ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। আজ ছুটি বাড়িয়ে ১২ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

এদিকে গত ১২ মে চীন সরকারের উপহারের পাঁচ লাখ ডোজ টিকা পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার থেকে সিনোফার্মের এই কোভিড টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথম ধাপে বাংলাদেশে বসবাসরত প্রায় ৩০ হাজার চীনা নাগরিক ছাড়াও তিন শ্রেণির মানুষকে এই টিকা দেওয়া হবে। এ ছাড়া করোনা যুদ্ধে সামনে থেকে লড়াই করা মেডিকেল টেকনোলজিস্ট ছাড়াও মেডিকেল ও নার্সিং কলেজ শিক্ষার্থীরা এই টিকা পাবেন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজসহ ঢাকার চারটি কলেজের শিক্ষার্থীদের দেওয়া হবে। এরপর পর্যায়ক্রমে ঢাকার বাইরে ৩৩টি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এই টিকা পাবেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ছাড়াও শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত