নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একাদশ শ্রেণির ভর্তির অনলাইন আবেদন চলতি মাসের শেষে শুরু হতে পারে। ইতিমধ্যে কলেজে ভর্তির নীতিমালা চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র বলছে, কলেজ ভর্তির নতুন নীতিমালায় মাইগ্রেশন প্রক্রিয়া, ভর্তি প্রক্রিয়ায় সময়সীমায় পরিবর্তন আসতে পারে। এ ছাড়া ভর্তিতে যুক্ত হতে পারে জুলাই গণ অভ্যুত্থানে আহত-শহীদ পরিবারের সদস্যদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা।
এর আগে স্কুল ভর্তিতে প্রতি শ্রেণিতে ১ জন করে আসন সংরক্ষিত থাকবে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়।
১০ জুলাই চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এবার পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। আর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।
জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার আজ শনিবার আজকের পত্রিকাকে বলেন, সব বোর্ডের কলেজ পরিদর্শক মিলে কলেজে ভর্তির একটি নীতিমালা চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
কবে নাগাদ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নে এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ‘আশা করছি, চলতি মাসের শেষে কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে।’
মিশনারি কলেজে ভর্তি নিজস্ব পদ্ধতিতে
প্রতিবছরের মতো এবারও নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করবে মিশনারি পরিচালিত কলেজগুলো। এসব কলেজে হচ্ছে: নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ ও সেন্ট গ্রেগরি।
জানতে চাইলে নটর ডেম কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও বলেন, বিগত সময়ের মতো এবারও ভর্তি পরীক্ষার মাধ্যমে একাদশে ভর্তি করা হবে। এ বিষয়ে উচ্চ আদালতের রায়ও রয়েছে।
একাদশ শ্রেণির ভর্তির অনলাইন আবেদন চলতি মাসের শেষে শুরু হতে পারে। ইতিমধ্যে কলেজে ভর্তির নীতিমালা চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র বলছে, কলেজ ভর্তির নতুন নীতিমালায় মাইগ্রেশন প্রক্রিয়া, ভর্তি প্রক্রিয়ায় সময়সীমায় পরিবর্তন আসতে পারে। এ ছাড়া ভর্তিতে যুক্ত হতে পারে জুলাই গণ অভ্যুত্থানে আহত-শহীদ পরিবারের সদস্যদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা।
এর আগে স্কুল ভর্তিতে প্রতি শ্রেণিতে ১ জন করে আসন সংরক্ষিত থাকবে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়।
১০ জুলাই চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। এবার পাস করেছে ১৩ লাখ ৩ হাজার ৪২৬ জন। আর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।
জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার আজ শনিবার আজকের পত্রিকাকে বলেন, সব বোর্ডের কলেজ পরিদর্শক মিলে কলেজে ভর্তির একটি নীতিমালা চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
কবে নাগাদ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নে এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ‘আশা করছি, চলতি মাসের শেষে কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে।’
মিশনারি কলেজে ভর্তি নিজস্ব পদ্ধতিতে
প্রতিবছরের মতো এবারও নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করবে মিশনারি পরিচালিত কলেজগুলো। এসব কলেজে হচ্ছে: নটর ডেম, হলিক্রস ও সেন্ট যোসেফ ও সেন্ট গ্রেগরি।
জানতে চাইলে নটর ডেম কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও বলেন, বিগত সময়ের মতো এবারও ভর্তি পরীক্ষার মাধ্যমে একাদশে ভর্তি করা হবে। এ বিষয়ে উচ্চ আদালতের রায়ও রয়েছে।
বিশ্বমঞ্চে উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছে বাংলাদেশের মেধাবী কিশোরেরা। এর অনন্য এক উদাহরণ হিসেবে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ৩৬তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে (আইবিও) অংশ নিয়ে তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ দল। ব্রোঞ্জজয়ী তিন শিক্ষার্থী হলো—সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের আরিজ আনাস, মাস্টারম
১৬ মিনিট আগেবিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতা আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৫ সালে বড় সাফল্য পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘ইউআইইউ মার্স রোভার টিম’। গত ২৩-২৭ জুলাই তুরস্কের আনাতোলিয়ায় এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগেপথের দুই ধারে দাঁড়িয়ে থাকা প্রাচীন দালানগুলো যেন সেদিন হঠাৎ প্রাণ ফিরে পেয়েছিল। ধুলো মাখা জানালা, খসে পড়া দেয়াল, পোড়া ইটের গায়ে তুলির আঁচড় পড়ে ছিল। অতীতের গল্প যেন ফিরে এসেছে রঙে, রেখায়, অনুভবে। বলছি ঐতিহাসিক পানাম নগরের কথা।
২ ঘণ্টা আগেন্যাশনাল তাইওয়ান বিশ্ববিদ্যালয় বৃত্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে
২ ঘণ্টা আগে