Ajker Patrika

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইবিতে ভার্চ্যুয়াল সেমিনার

প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইবিতে ভার্চ্যুয়াল সেমিনার

ইবি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেলে ইসলামি বিশ্ববিদ্যালয়ে ভার্চ্যুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 'এসডিজি বাস্তবায়নে জীব বৈচিত্র্যের ভূমিকা' শীর্ষক সেমিনারের আয়োজন করে গ্রিন ভয়েস ইসলামি বিশ্ববিদ্যালয় শাখা। গ্রিন ভয়েস ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার ফেসবুক পেজে লাইভ সেশনটি বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হয়।

ভার্চ্যুয়াল সেমিনারে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. আরমীনা খাতুন, গ্রিন ভয়েসের প্রদান সমন্বয়ক আলমগীর কবির, ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের প্রভাষক আনিসুল কবির, বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি সরকার মাসুম, গ্রিন ভয়েস ইবি শাখার আহ্বায়ক বিপ্লব প্রিন্স, সদস্যসচিব মুখলেসুর রহমনা সুইফট। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রিন ভয়েস ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সাকিব ফরাজি।

বক্তারা এসডিজি বাস্তবায়নে জীব বৈচিত্র্যের ভূমিকা বর্তমান প্রেক্ষাপটে কতটা যৌক্তিক তা তুলে ধরেন। বিশ্ব পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য 'নিজ আঙিনায় বুনবো গাছ, সুবিধা পাবো বারোমাস' এই চেতনা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য গ্রিন ভয়েস ইসলামি বিশ্ববিদ্যালয় শাখা ভার্চুয়াল সেমিনার আয়োজনের উদ্যোগ গ্রহণ করে। ভার্চুয়াল সেমিনার থেকে বৈশ্বিক পরিবেশ বিপর্যয়ে পরিবেশকে সম্মিলিতভাবে বাঁচানোর তাগিদ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত