Ajker Patrika

বেরোবিতে সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ, অনলাইনে চলবে ক্লাস-পরীক্ষা

রংপুর প্রতিনিধি
বেরোবিতে সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ, অনলাইনে চলবে ক্লাস-পরীক্ষা

করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা এবং ভর্তি কার্যক্রম চলবে। 

বেরোবির জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আলী আজ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন। 

জনসংযোগ কর্মকর্তা জানান, গতকাল শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সীমিত পরিসরে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোও খোলা থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 

এ ছাড়া বেরোবির ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তির যাবতীয় কার্যক্রম অনলাইনে পরিচালনা করা হবে বলেও সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত