Ajker Patrika

আইইএলটিএস স্পিকিংয়ে পার্ট-১-এর প্রস্তুতি যেভাবে নেবেন

মমতাজ জাহান মম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ৪০
আইইএলটিএস স্পিকিংয়ে পার্ট-১-এর প্রস্তুতি যেভাবে নেবেন

আইইএলটিএস স্পিকিং পরীক্ষা মূলত ১২ থেকে ১৫ মিনিটের মত হয়ে থাকে। স্পিকিং তিনটি পার্টে বিভক্ত। প্রথম পার্টে সময় নেয় ৪ থেকে ৫ মিনিট। এই পার্টে পরীক্ষক নিজের পরিচয় দেন ও আপনাকেও পরিচয় দিতে বলবেন। পরীক্ষক আপনার বাড়ি, বই, শখ, খেলা, পরিবার, স্বপ্ন, স্পোর্টস ও বিভিন্ন দৈনন্দিন বিষয়ের ওপর প্রশ্ন করবেন। আপনাকে নিজের অভিজ্ঞতা থেকে সাবলীলভাবে উত্তর দিতে হবে। পরীক্ষক প্রথমেই প্রশ্ন করবেন, আপনি কোন ব্যাকগ্রাউন্ডের। অর্থাৎ আপনি কি স্টুডেন্ট, নাকি চাকরি করেন। পরীক্ষক এভাবে আপনাকে আরও প্রশ্ন করতে থাকবেন। প্রায় ৯ থেকে ১০টি প্রশ্ন করতে পারেন। আপনাকে ধৈর্যসহকারে উত্তরগুলো দিতে হবে। 


যা খেয়াল রাখতে হবে 
বাচনভঙ্গি ও বলা শব্দের ব্যবহার, উচ্চারণ, ব্যাকরণের যথার্থতা ও সমন্বয় সম্পর্কে খেয়াল রাখতে হবে। কথা বলার সময় পরীক্ষকের দিকে তাকিয়ে কথা বলতে হবে। চেষ্টা করবেন যেন স্বাভাবিকভাবে উত্তর করতে পারেন। স্পিকিং পার্ট-১-এর উত্তরগুলো বেশি দীর্ঘ করা যাবে না। প্রতিটি উত্তর এক থেকে তিন লাইনের মধ্যে দিতে হবে। শব্দশৈলী ও বাক্যগঠন ঠিক আছে কি না মাথায় রাখতে হবে। স্পিকিংয়ের মূল আকর্ষণ হচ্ছে স্পিকারের মন জয় করা এবং নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা। কাজেই মুখে মৃদু হাসি বজায় রেখে পরীক্ষকের সঙ্গে কথা বলবেন। 

প্রয়োজনীয় কিছু পরামর্শ 

  • স্পিকিংয়ের এই পার্টে স্পিকার যদি আপনাকে একটি বিষয়ের ওপর প্রশ্ন করেন, তবে চেষ্টা করবেন সে বিষয়ের ওপর নিজ থেকে প্রাসঙ্গিক কিছু বাড়িয়ে বলা। আপনাকে যদি প্রশ্ন করা হয়, ‘Do you like reading?’ তখন আপনার প্রিয় বই নিয়ে কথা বলতে পারেন। এ ছাড়া লাইব্রেরি নিয়েও কথা বলতে পারেন। 
  • কোনো বিষয় সম্পর্কে ধারণা কম থাকলে ঘাবড়ে যাবেন না। মিষ্টি হাসি দিয়ে উত্তর দেবেন এবং পরীক্ষককে বলতে পারেন, ‘I don’t have any idea about this but this is interesting’। আপনি কথা চালিয়ে যাবেন, কিন্তু কখনোই থেমে যাবেন না। 
  •  স্পিকিংয়ে আপনার সাহস, নির্ভয়ে বলার ভঙ্গি ও সাবলীল ভাব দেখবেন স্পিকার। 
  • স্পিকিংয়ে জড়তা থাকলে কাছের বন্ধু, বাড়িতে মা-বাবা ও আয়নায় নিজের সঙ্গে কথা বলে ভয় দূর করতে পারেন।প্রতীকী ছবি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত