প্রতিনিধি, ইসলামী বিশ্ববিদ্যালয়
যৌন হয়রানির দায়ে অভিযুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারুক হোসেনের বিরুদ্ধে দুই মাসেও ব্যবস্থা নেয়নি প্রশাসন। এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে তাঁকে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
অভিযুক্ত ফারুক হোসেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গত ১১ মে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ফারুক হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। পরে সেদিনই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন ওই ভুক্তভোগী ছাত্রী।
পরদিন ১২ মে অভিযুক্ত ফারুক হোসেনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের দাবিতে প্রতিবাদ করেন। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষার্থীকে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম লিখিত অভিযোগটি আমলে নিয়েছিলেন বলে জানিয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন।
এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘এ ঘটনায় আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। অভিযোগ করার পর আমার ওপর নানামুখী চাপ আসে অভিযোগ তুলে নেওয়ার জন্য। আমার ফেসবুক আইডিও হ্যাক করার চেষ্টা করা হয়। আমার নামে ফেসবুকে ভুয়া আইডি খোলা হয়। আমাকে হুমকি–ধমকিও দেওয়া হয়। এ ঘটনায় তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান শায়লা বলেন, ‘প্রায় এক মাস পেরিয়ে গেলেও অভিযুক্ত ফারুক হোসেন শাস্তির আওতায় আসেননি। তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। না হলে ইবিতে আরও ফারুক জন্ম নেবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ভুক্তভোগীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা প্রক্রিয়া করে রেখেছি। দ্রুতই ওই ঘটনার নিষ্পত্তি করা হবে।’
যৌন হয়রানির দায়ে অভিযুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারুক হোসেনের বিরুদ্ধে দুই মাসেও ব্যবস্থা নেয়নি প্রশাসন। এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে তাঁকে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
অভিযুক্ত ফারুক হোসেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গত ১১ মে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ফারুক হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। পরে সেদিনই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন ওই ভুক্তভোগী ছাত্রী।
পরদিন ১২ মে অভিযুক্ত ফারুক হোসেনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের দাবিতে প্রতিবাদ করেন। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষার্থীকে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম লিখিত অভিযোগটি আমলে নিয়েছিলেন বলে জানিয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন।
এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘এ ঘটনায় আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। অভিযোগ করার পর আমার ওপর নানামুখী চাপ আসে অভিযোগ তুলে নেওয়ার জন্য। আমার ফেসবুক আইডিও হ্যাক করার চেষ্টা করা হয়। আমার নামে ফেসবুকে ভুয়া আইডি খোলা হয়। আমাকে হুমকি–ধমকিও দেওয়া হয়। এ ঘটনায় তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান শায়লা বলেন, ‘প্রায় এক মাস পেরিয়ে গেলেও অভিযুক্ত ফারুক হোসেন শাস্তির আওতায় আসেননি। তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। না হলে ইবিতে আরও ফারুক জন্ম নেবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ভুক্তভোগীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা প্রক্রিয়া করে রেখেছি। দ্রুতই ওই ঘটনার নিষ্পত্তি করা হবে।’
বিশ্ববিদ্যালয়জীবন শুধু পড়াশোনা নয়, এটি স্বপ্ন গড়ে তোলার, লক্ষ্য নির্ধারণের এবং ক্যারিয়ার তৈরির এক গুরুত্বপূর্ণ সময়। প্রত্যেক শিক্ষার্থী নিজেকে প্রস্তুত করেন ভবিষ্যতের জন্য। তাঁদের মনে এমন পরিকল্পনা থাকতে পারে—আমি কী হব, আমি কী করব, আমি কী করতে চাই এবং...
১২ ঘণ্টা আগেমনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আরিয়েত্তি। বয়স সবে ৯ বছর। এ ছোট্ট বয়সেই রোবট বানিয়ে তাঁর অর্জনের ঝুলিতে পুরেছে গোল্ড মেডেল। শুধু কি তা-ই? সে লিখেছে গল্পের বই, শিখেছে প্রোগ্রামিং!
১৩ ঘণ্টা আগেদিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৮ জন শিক্ষার্থী অর্জন করেছেন মর্যাদাপূর্ণ মিলেনিয়াম ফেলোশিপ ২০২৫। জাতিসংঘের ইউনাইটেড নেশনস একাডেমিক ইমপ্যাক্ট (ইউএনএআই) এবং মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্কের...
১৪ ঘণ্টা আগেশিক্ষাজীবন শুধু পরীক্ষার খাতা ভরাট করার জন্য নয়। এটি আসলে ভবিষ্যৎ-জীবনের প্রস্তুতির সময়। একজন শিক্ষার্থীর বড় কাজ শুধু বই মুখস্থ করা নয়; বরং এমন শেখার কৌশল আয়ত্ত করা, যা দ্রুত, গভীর ও দীর্ঘস্থায়ীভাবে জ্ঞান অর্জনে সাহায্য করে।
১৫ ঘণ্টা আগে