Ajker Patrika

যুক্তরাষ্ট্রের ইংরেজি শিক্ষার প্রোগ্রামে ২০০ বাংলাদেশি নির্বাচিত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
যুক্তরাষ্ট্রের ইংরেজি শিক্ষার প্রোগ্রামে ২০০ বাংলাদেশি নির্বাচিত

যুক্তরাষ্ট্রের ইংরেজি শিক্ষার প্রোগ্রামে ২০০ বাংলাদেশিকে নির্বাচন করা হয়েছে। ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার নির্বাচিত বাংলাদেশি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রদূত মিলার জীবন বদলে দেওয়ার এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ঢাকা, সিলেট ও চট্টগ্রামের স্থানীয় মাদ্রাসা, সরকারি ও কারিগরি স্কুলের ১০০ তরুণী ও ১০০ জন তরুণ শিক্ষার্থীর প্রশংসা করেন। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে পরিচালিত ইংলিশ অ্যাকসেস মাইক্রো স্কলারশিপ প্রোগ্রামের নতুন কোর্সের আওতায় এই শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছেন। 

মার্কিন রাষ্ট্রদূত বলেন, অ্যাকসেস প্রোগ্রামে আপনাদের অংশগ্রহণ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আমাদের আস্থা ও পারস্পরিক শ্রদ্ধার দীর্ঘ বন্ধুত্ব গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ। আমি আশা করি, আপনারা আপনাদের তারুণ্য দিয়ে আগামী ৫০ বছরের জন্য এগিয়ে যাওয়ার যে পথ রচনা করবেন। অন্যরা সেটা অনুসরণ করবে। এ ছাড়া আপনারা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও জোরদার করতে কাজ করবেন। 

ইংলিশ অ্যাকসেস মাইক্রো স্কলারশিপ কর্মসূচি দুই বছরের কঠোর অনুশীলনের ইন্টারঅ্যাকটিভ কোর্স। এখানে আর্থিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠী থেকে আসা ১৩ থেকে ১৭ বছরের শিক্ষার্থীরা অংশ নিয়ে ইংরেজি ভাষা শেখে, আমেরিকান সংস্কৃতি সম্পর্কে জানে, বিশ্লেষণী চিন্তা করার সামর্থ্য ও নেতৃত্বদানের দক্ষতা অর্জন করে। ২০০৪ সালে এই কর্মসূচি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৩৩৬ জন বাংলাদেশি শিক্ষার্থী সফলভাবে এই কোর্স সম্পন্ন করেছেন। বিশ্বের ৮৫টি দেশে ১ লাখেরও বেশি এই কোর্স সম্পন্নকারী প্রাক্তন শিক্ষার্থী রয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত