Ajker Patrika

ইউনিভার্সিটি অব শেফিল্ডে ২০০ বৃত্তি

মারুফা মাহজাবীন মম
ইউনিভার্সিটি অব শেফিল্ডে ২০০ বৃত্তি

ইংল্যান্ডের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি ইউনিভার্সিটি অব শেফিল্ড। বিশ্বের শীর্ষ ৫০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে এ প্রতিষ্ঠানের নাম। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইন্টারন্যাশনাল আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট মেরিট স্কলারশিপ প্রোগ্রামের আওতায় ২০০টি বৃত্তির সুযোগ দিচ্ছে। বাংলাদেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

প্রোগ্রাম ও বৃত্তির সংখ্যা
শিক্ষার্থীদের এ বৃত্তির আওতায় স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনার সুযোগ দেওয়া হবে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মেরিট স্কলারশিপ প্রোগ্রামের আওতায় রয়েছে ২০০টি বৃত্তির সুযোগ। এর মধ্যে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ৭৫টি ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ১২৫টি।

বৃত্তির পরিমাণ
এ বৃত্তির আওতায় স্নাতকে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা পাবেন ১০ হাজার পাউন্ড বা ১৩ লাখ ৮৪ হাজার টাকা এবং স্নাতকোত্তরে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা পাবেন ৫ হাজার পাউন্ড বা ৬ লাখ ৯২ হাজার টাকা। বৃত্তির এ অর্থ টিউশন ফি কমিশন বা ডিসকাউন্ট হিসেবে প্রয়োগ করা হবে। নির্বাচিত কোর্স অনুযায়ী বৃত্তির সময়কাল নির্ধারিত হবে।

আবেদনের সময়সীমা
স্প্রিংয়ে শুরু হতে যাওয়া স্নাতক প্রোগ্রামে আবেদনের শেষ সময় ২২ এপ্রিল যুক্তরাজ্যের সময় অনুযায়ী বেলা ১টা পর্যন্ত। ফলাফল ঘোষণা করা হবে ১৫ মে। স্নাতক প্রোগ্রামে সেপ্টেম্বরে আবেদন শুরু হয়ে, চলবে ১৩ মে পর্যন্ত। ফল ঘোষণা করা হবে ১০ জুন। নির্দিষ্ট সময়ের মধ্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তা‌‌ নিশ্চিত করতে হবে।

প্রয়োজনীয় যোগ্যতা
স্নাতকের জন্য—
■    ২০২৪ সালের স্প্রিংয়ে শুরু হওয়া স্নাতক প্রোগ্রামে ভর্তির সুযোগ অর্জন করতে হবে।
■    মেডিসিন (A100/A101) এবং ডেন্টিস্ট্রি (A200) ছাড়া সব কোর্সের জন্য বৃত্তি প্রযোজ্য।
স্নাতকোত্তরের জন্য—
■    ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে শুরু হওয়া স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির সুযোগ অর্জন করতে হবে।
স্নাতক ও স্নাতকোত্তর উভয় ক্ষেত্রে  নিজের ব্যয় এবং টিউশন ফি প্রদানের সক্ষমতা থাকতে হবে।        

আবেদনের প্রক্রিয়া
বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বৃত্তি পেতে আবেদন সম্পর্কে বিস্তারিত জানা যাবে (স্নাতক) এবং (স্নাতকোত্তর) এই ওয়েবসাইটে

সূত্র: ইউনিভার্সিটি অব শেফিল্ডের ওয়েবসাইট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত