আজকের পত্রিকা ডেস্ক
কানাডায় পড়তে যেতে চাওয়া বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য শর্ত কঠিন করল দেশটি। আগামী বছর থেকে শিক্ষার্থী ভিসার জন্য আবেদনকারীদের আগের তুলনায় দ্বিগুণ অর্থ ব্যাংকে থাকার তথ্য দেখাতে হবে। দেশটির সরকারি ওয়েবসাইটের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আগে কানাডায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় (কস্ট অব লিভিং) হিসেবে ব্যাংকে ১০ হাজার কানাডীয় ডলার আছে এমন প্রমাণ দেখাতে হতো। ২০০০ সাল থেকে অর্থের পরিমাণ এটিই রয়েছে। কিন্তু এখন জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তা ২০ হাজার ৬৩৫ ডলার করা হয়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে ভ্রমণ ও টিউশন ফি তো আছেই। এই খরচ বছরে বছরে সামঞ্জস্য করা হবে।
কানাডার অভিবাসনমন্ত্রী মার্ক মিলার বলেছেন, কানাডায় পড়তে আসার ক্ষেত্রে যেসব শর্ত রয়েছে, সেগুলোর সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের বিষয়টি সময়ের সঙ্গে সমন্বয় করা হয়নি। তাই এবার এটি দ্বিগুণ করা হচ্ছে। তিনি জানিয়েছেন, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকেই এটি কার্যকর হবে।
তথ্য বলছে, কানাডায় বর্তমানে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ৮ লাখ ৭ হাজার ৭৫০। এর মধ্যে উচ্চশিক্ষা অর্জনের শিক্ষার্থীরাও রয়েছেন। এসব শিক্ষার্থীর মধ্যে ৫ লাখ ৫১ হাজার ৪০৫ জন গত বছর কানাডায় পড়ার অনুমতি পেয়েছিলেন।
কানাডার অভিবাসনমন্ত্রী জানিয়েছেন, শিক্ষার নামে অনেক প্রতিষ্ঠান প্রতারণা করে আসছে। এসব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের পড়ার সুযোগ দেয়, কিন্তু পরবর্তী সময়ে সেই সব শিক্ষার্থী উন্নতমানের শিক্ষা পান না বা গ্রহণ করেন না। এর বদলে তাঁরা কানাডায় স্থায়ী হওয়ার চেষ্টা চালান। আবার কেউ কেউ স্টুডেন্ট ভিসায় এসে কাজ করেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যেসব প্রদেশে এসব প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রদেশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
কানাডায় পড়তে যেতে চাওয়া বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের জন্য শর্ত কঠিন করল দেশটি। আগামী বছর থেকে শিক্ষার্থী ভিসার জন্য আবেদনকারীদের আগের তুলনায় দ্বিগুণ অর্থ ব্যাংকে থাকার তথ্য দেখাতে হবে। দেশটির সরকারি ওয়েবসাইটের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আগে কানাডায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয় (কস্ট অব লিভিং) হিসেবে ব্যাংকে ১০ হাজার কানাডীয় ডলার আছে এমন প্রমাণ দেখাতে হতো। ২০০০ সাল থেকে অর্থের পরিমাণ এটিই রয়েছে। কিন্তু এখন জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তা ২০ হাজার ৬৩৫ ডলার করা হয়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে ভ্রমণ ও টিউশন ফি তো আছেই। এই খরচ বছরে বছরে সামঞ্জস্য করা হবে।
কানাডার অভিবাসনমন্ত্রী মার্ক মিলার বলেছেন, কানাডায় পড়তে আসার ক্ষেত্রে যেসব শর্ত রয়েছে, সেগুলোর সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের বিষয়টি সময়ের সঙ্গে সমন্বয় করা হয়নি। তাই এবার এটি দ্বিগুণ করা হচ্ছে। তিনি জানিয়েছেন, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকেই এটি কার্যকর হবে।
তথ্য বলছে, কানাডায় বর্তমানে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ৮ লাখ ৭ হাজার ৭৫০। এর মধ্যে উচ্চশিক্ষা অর্জনের শিক্ষার্থীরাও রয়েছেন। এসব শিক্ষার্থীর মধ্যে ৫ লাখ ৫১ হাজার ৪০৫ জন গত বছর কানাডায় পড়ার অনুমতি পেয়েছিলেন।
কানাডার অভিবাসনমন্ত্রী জানিয়েছেন, শিক্ষার নামে অনেক প্রতিষ্ঠান প্রতারণা করে আসছে। এসব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের পড়ার সুযোগ দেয়, কিন্তু পরবর্তী সময়ে সেই সব শিক্ষার্থী উন্নতমানের শিক্ষা পান না বা গ্রহণ করেন না। এর বদলে তাঁরা কানাডায় স্থায়ী হওয়ার চেষ্টা চালান। আবার কেউ কেউ স্টুডেন্ট ভিসায় এসে কাজ করেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যেসব প্রদেশে এসব প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রদেশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়জীবন শুধু পড়াশোনা নয়, এটি স্বপ্ন গড়ে তোলার, লক্ষ্য নির্ধারণের এবং ক্যারিয়ার তৈরির এক গুরুত্বপূর্ণ সময়। প্রত্যেক শিক্ষার্থী নিজেকে প্রস্তুত করেন ভবিষ্যতের জন্য। তাঁদের মনে এমন পরিকল্পনা থাকতে পারে—আমি কী হব, আমি কী করব, আমি কী করতে চাই এবং...
২১ ঘণ্টা আগেমনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আরিয়েত্তি। বয়স সবে ৯ বছর। এ ছোট্ট বয়সেই রোবট বানিয়ে তাঁর অর্জনের ঝুলিতে পুরেছে গোল্ড মেডেল। শুধু কি তা-ই? সে লিখেছে গল্পের বই, শিখেছে প্রোগ্রামিং!
১ দিন আগেদিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১৮ জন শিক্ষার্থী অর্জন করেছেন মর্যাদাপূর্ণ মিলেনিয়াম ফেলোশিপ ২০২৫। জাতিসংঘের ইউনাইটেড নেশনস একাডেমিক ইমপ্যাক্ট (ইউএনএআই) এবং মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্কের...
১ দিন আগেশিক্ষাজীবন শুধু পরীক্ষার খাতা ভরাট করার জন্য নয়। এটি আসলে ভবিষ্যৎ-জীবনের প্রস্তুতির সময়। একজন শিক্ষার্থীর বড় কাজ শুধু বই মুখস্থ করা নয়; বরং এমন শেখার কৌশল আয়ত্ত করা, যা দ্রুত, গভীর ও দীর্ঘস্থায়ীভাবে জ্ঞান অর্জনে সাহায্য করে।
১ দিন আগে