Ajker Patrika

প্রথম মেধাতালিকায় ভর্তি শেষে জবিতে প্রায় অর্ধেক আসন ফাঁকা

জবি প্রতিনিধি
প্রথম মেধাতালিকায় ভর্তি শেষে জবিতে প্রায় অর্ধেক আসন ফাঁকা

গুচ্ছভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে প্রথম মেধাতালিকা থেকে শিক্ষার্থী ভর্তির শেষ দিন ছিল আজ শনিবার। প্রথম মেধাতালিকায় ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়টিতে অর্ধেকেরও বেশি আসন ফাঁকা রয়েছে। 

আজ এ তথ্য নিশ্চিত করেছেন জবির আইটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্য। 

তিনি বলেন, ‘২০২১-২২ শিক্ষাবর্ষে জবিতে মোট আসন রয়েছে ২ হাজার ৭৬৫ টি। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন ১ হাজার ২৮৮ জন। সে হিসাবে বিশ্ববিদ্যালয়টিতে এখনো ১ হাজার ৪৭৭টি আসন ফাঁকা রয়েছে।’ 

জানা যায়, আজ বিকেল পর্যন্ত ১ হাজার ২৮৮ জন আবেদন ফি এবং কাগজপত্র জমা দিয়ে ভর্তি নিশ্চায়ন করেছেন। তবে ভর্তি ফি জমা দিয়েও ১২ জন শিক্ষার্থী প্রয়োজনীয় সনদ জমা দেননি। 

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৭ অক্টোবর। আর আবেদন ফি পরিশোধ করা গেছে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা ছিল। একজন শিক্ষার্থী ৫০০ টাকা ফি পরিশোধ করে একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটেই আবেদন করতে পেরেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত