Ajker Patrika

দেড় বছর পর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
দেড় বছর পর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে আজ মঙ্গলবার থেকে খুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। লাল-নীল বাসে করে শহর থেকে ক্যাম্পাসের দিকে আসছে শিক্ষার্থীরা। 

ক্যাম্পাস খোলার প্রথম দিনে বিভিন্ন বিভাগ তাদের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে। স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে শিক্ষার্থীদের হিসেবে মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বিতরণ করা হয়। 

বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, 'শিক্ষার্থীদের সুবিধার জন্য পরিবহন সেবা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া আমরা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছি, যাতে তারা পূর্বের স্বাভাবিক জীবনে ফিরতে পারে।' 

পদার্থবিজ্ঞান বিভাগের ১১ তম আবর্তনের শিক্ষার্থী ওয়াফি বলেন, 'দীর্ঘদিন পর সশরীরে আজ ক্লাস করতে পেরে খুবই আনন্দ লাগছে। ভার্চ্যুয়াল ক্লাস আর সশরীরের ক্লাস করা অনেক পার্থক্য।' 

ক্যাম্পাসে ফিরতে পেরে আনন্দিত শিক্ষার্থীরাবিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী বলেন, 'শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি খেয়াল রেখেই আমরা শ্রেণি কার্যক্রম এগিয়ে নিয়ে যাবো।' 

অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান বলেন, 'দীর্ঘদিন পর ক্লাস শুরু হওয়ায় আমরাও আনন্দিত। চেনা মুখ গুলো আবার সরাসরি দেখতে পাচ্ছি এর চেয়ে ভালো বিষয় আর হয় না। করোনাকালীন যে সেশনজটে শিক্ষার্থীরা পরেছে, তা কাটিয়ে আবার তাদের নিয়ে এগিয়ে যাবো এই আশা রাখি।' 

উল্লেখ্য, গত বছরের ১০ এপ্রিল করোনা সংক্রমণ ছড়িয়ে পরায় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও (কুবি) তাঁদের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখে। বিশ্ববিদ্যালয়ের ৮১ তম সিন্ডিকেট সভায় ২৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ ও ২ নভেম্বর থেকে সশরীরের শ্রেণি কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেয় কুবি প্রশাসন।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত