আজকের পত্রিকা ডেস্ক
তরুণ শিক্ষার্থীদের মাঝে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং তথ্য প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি ও মেধা বিকাশে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড (বিডিএআইও) ২০২৫।
এবারের এই প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)।
এই অলিম্পিয়াডে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের—যেমন স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা বোর্ড এবং ব্রিটিশ কারিকুলামের—শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। ইতিমধ্যেই গত ৩ ও ১০ মে তারিখে এই অলিম্পিয়াডের প্রাথমিক বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। ১৭২ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছে।
আগামী ১৭ মে, বিইউবিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব। নির্ধারিত কক্ষে ৫ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে মেশিন লার্নিং অ্যান্ড প্রোগ্রামিং কনটেস্ট। এই কনটেস্টে বিজয়ীরা চীনের বেইজিংয়ে অনুষ্ঠেয় আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এ ছাড়া, বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার, সনদপত্র এবং অনলাইন ও অফলাইন প্রশিক্ষণের সুযোগ।
এবারের প্রতিযোগিতায় একটি নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পাইথন প্রোগ্রামিং সম্পর্কিত বহুনির্বাচনী প্রশ্ন ও শূন্যস্থান পূরণের সমন্বয়ে একটি কুইজ পর্ব। ৩০ মিনিটের এই কুইজ প্রতিযোগিতার জন্য জুনিয়র ও সিনিয়র—এই দুটি ক্যাটাগরিতে ইতিমধ্যেই ২৩৫ জন শিক্ষার্থীকে নির্বাচন করা হয়েছে। এই কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্যও থাকছে নজরকাড়া পুরস্কার।
আজ মঙ্গলবার এক প্রেস কনফারেন্সে বিইউবিটি-এর উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী, আইকিউএসি এবং বিআরআইসি-এর পরিচালক অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ, বিডিএআইওর দলনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস অনুষদের ডিন ড. মুন্সী মাহবুবুর রহমান, বিইউবিটি সিএসই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. সাইফুর রহমান, আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক রিভ চ্যাট-এর হেড অব প্রোডাক্ট অ্যান্ড গ্রোথ মামুনুর রউফ, প্রধান নির্বাহী কর্মকর্তা এম রেজাউল হাসান এবং বিইউবিটি ও বিডিওএসএন-এর শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তরুণ শিক্ষার্থীদের মাঝে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং তথ্য প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি ও মেধা বিকাশে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড (বিডিএআইও) ২০২৫।
এবারের এই প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)।
এই অলিম্পিয়াডে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের—যেমন স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা বোর্ড এবং ব্রিটিশ কারিকুলামের—শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। ইতিমধ্যেই গত ৩ ও ১০ মে তারিখে এই অলিম্পিয়াডের প্রাথমিক বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। ১৭২ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছে।
আগামী ১৭ মে, বিইউবিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব। নির্ধারিত কক্ষে ৫ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে মেশিন লার্নিং অ্যান্ড প্রোগ্রামিং কনটেস্ট। এই কনটেস্টে বিজয়ীরা চীনের বেইজিংয়ে অনুষ্ঠেয় আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এ ছাড়া, বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার, সনদপত্র এবং অনলাইন ও অফলাইন প্রশিক্ষণের সুযোগ।
এবারের প্রতিযোগিতায় একটি নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পাইথন প্রোগ্রামিং সম্পর্কিত বহুনির্বাচনী প্রশ্ন ও শূন্যস্থান পূরণের সমন্বয়ে একটি কুইজ পর্ব। ৩০ মিনিটের এই কুইজ প্রতিযোগিতার জন্য জুনিয়র ও সিনিয়র—এই দুটি ক্যাটাগরিতে ইতিমধ্যেই ২৩৫ জন শিক্ষার্থীকে নির্বাচন করা হয়েছে। এই কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্যও থাকছে নজরকাড়া পুরস্কার।
আজ মঙ্গলবার এক প্রেস কনফারেন্সে বিইউবিটি-এর উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী, আইকিউএসি এবং বিআরআইসি-এর পরিচালক অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ, বিডিএআইওর দলনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস অনুষদের ডিন ড. মুন্সী মাহবুবুর রহমান, বিইউবিটি সিএসই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. সাইফুর রহমান, আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক রিভ চ্যাট-এর হেড অব প্রোডাক্ট অ্যান্ড গ্রোথ মামুনুর রউফ, প্রধান নির্বাহী কর্মকর্তা এম রেজাউল হাসান এবং বিইউবিটি ও বিডিওএসএন-এর শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এতে ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ‘নজিরবিহীন জালিয়াতি ও অনিয়মের’ অভিযোগের পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ‘সম্প্রতি দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে প্রচারিত অনুসন্ধানী রিপোর্টে ডাকসু নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির যে তথ্য-প্রমাণ উপস্থাপিত হয়েছে, তা নিঃসন্দেহে খতিয়ে
১৩ ঘণ্টা আগেআজ শুক্রবার বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
১৪ ঘণ্টা আগেআসন্ন শারদীয় দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা থেকে জানা যায়, বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৯ থেকে ১৪ দিন পর্যন্ত ছুটি থাকবে।
১৯ ঘণ্টা আগেগণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে মৃদুল দেওয়ান ও সাধারণ সম্পাদক (জিএস) পদে রায়হান খান জয়লাভ করেছেন। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ফলাফল ঘোষণা শেষ করে গকসু নির্বাচন কমিশন।
১ দিন আগে