জাবি প্রতিনিধি
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘আত্মহত্যা প্রতিরোধে করণীয়’ শীর্ষক ওয়েবিনার আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র। আগামী বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ঘণ্টাব্যাপী এই ওয়েবিনার অনুষ্ঠিত হবে।
গতকাল শনিবার শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক সৈয়দা ফাহলিজা বেগম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মানসিক স্বাস্থ্যের বিভিন্ন বিষয়ে ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে ‘আত্মহত্যা প্রতিরোধে করণীয়’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হবে। ওয়েবিনারে অংশগ্রহণ করতে হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিবন্ধন করতে হবে।’
বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় শিক্ষার্থী উপদেষ্টাদের ওয়েবিনারে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে অধ্যাপক সৈয়দা ফাহলিজা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘এর আগে আমরা মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কাউন্সেলিং প্রোগ্রাম করেছি। যার কারণে আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের অনেকেই মানসিক অবসাদ ও হতাশার জটিল অবস্থা থেকে ফিরে এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যেও জাহাঙ্গীরনগর মানসিক স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা পালন করতে পারছে। মহামারিতে আমাদের প্রত্যেকেরই মানসিক স্বাস্থ্য নিয়ে অধিক সচেতন হওয়া উচিত। সাম্প্রতিক সময়ে আত্মহত্যার বিষয়টি অধিক আলোচিত। তাই জরুরি পদক্ষেপের অংশ হিসেবে অনলাইনেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।’
অধ্যাপক সৈয়দা ফাহলিজা বেগম আরও বলেন, ‘এই ওয়েবিনারে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ও কাউন্সেলিং অফিসারগণ আলোচনা রাখবেন।’
নিবন্ধনের জন্য এই লিংকে ক্লিক করুন।
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘আত্মহত্যা প্রতিরোধে করণীয়’ শীর্ষক ওয়েবিনার আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্র। আগামী বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ঘণ্টাব্যাপী এই ওয়েবিনার অনুষ্ঠিত হবে।
গতকাল শনিবার শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক সৈয়দা ফাহলিজা বেগম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মানসিক স্বাস্থ্যের বিভিন্ন বিষয়ে ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে ‘আত্মহত্যা প্রতিরোধে করণীয়’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হবে। ওয়েবিনারে অংশগ্রহণ করতে হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিবন্ধন করতে হবে।’
বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় শিক্ষার্থী উপদেষ্টাদের ওয়েবিনারে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে অধ্যাপক সৈয়দা ফাহলিজা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘এর আগে আমরা মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কাউন্সেলিং প্রোগ্রাম করেছি। যার কারণে আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের অনেকেই মানসিক অবসাদ ও হতাশার জটিল অবস্থা থেকে ফিরে এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যেও জাহাঙ্গীরনগর মানসিক স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা পালন করতে পারছে। মহামারিতে আমাদের প্রত্যেকেরই মানসিক স্বাস্থ্য নিয়ে অধিক সচেতন হওয়া উচিত। সাম্প্রতিক সময়ে আত্মহত্যার বিষয়টি অধিক আলোচিত। তাই জরুরি পদক্ষেপের অংশ হিসেবে অনলাইনেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।’
অধ্যাপক সৈয়দা ফাহলিজা বেগম আরও বলেন, ‘এই ওয়েবিনারে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ও কাউন্সেলিং অফিসারগণ আলোচনা রাখবেন।’
নিবন্ধনের জন্য এই লিংকে ক্লিক করুন।
ভালো কাজের চর্চা মানুষের মধ্যে তৈরি করে সুখানুভূতি। আর সেটিই জীবনের পাথেয়। এমন বার্তা নিয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করল পাঠকবন্ধু। শুক্রবার (২ মে) বিকেল ৪টায় বনশ্রীতে আজকের পত্রিকার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় আনন্দ আয়োজন।
১ ঘণ্টা আগেলেখার জগতে যাঁরা প্রথম পা রাখেন, তাঁদের প্রথম প্রশ্নই থাকে, ভালো লেখে কীভাবে—তো এই প্রশ্নের উত্তর খোঁজেন অনেকে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে পাঠকবন্ধু। সংগঠনটি আয়োজন করেছে 'ভালো ফিচার লিখতে হলে' শীর্ষক অনলাইন কর্মশালার। ১ মে গুগল মিটে আয়োজিত এই
১ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘আনন্দ ভ্রমণ ২০২৫’। শিক্ষার্থী, শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
১ ঘণ্টা আগেপাঠকবন্ধুর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেরা ২০ সংগঠককে সম্মাননা দেওয়া হয়েছে। বছরজুড়ে সারা দেশের বিভিন্ন শাখার সদস্যদের বিশেষ অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেরা সংগঠকদের হাতে সম্মাননা হিসেবে সনদ ও বই তুলে দেন আজকের পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামরুল হাসান।
১০ ঘণ্টা আগে