Ajker Patrika

অনলাইনে পরীক্ষা নিতে ভিডিও টিউটোরিয়াল তৈরি করল ঢাবি

প্রতিনিধি, ঢাবি
আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৯: ০২
অনলাইনে পরীক্ষা নিতে ভিডিও টিউটোরিয়াল তৈরি করল ঢাবি

অনলাইনে পরীক্ষা নিতে ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি)। গুগল ক্লাসরুম, জুম এবং ক্যামস্ক্যানার– এই তিনটি প্লাটফর্ম ব্যবহার করে অনলাইনে পরীক্ষা নেওয়ার পদ্ধতির সঙ্গে শিক্ষক-পরীক্ষার্থীদের পরিচিত করার উদ্দেশ্যে তিন পর্বের এ ভিডিও টিউটোরিয়াল তৈরি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের পরামর্শে এবং বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সেলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিংয়ের উদ্যোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিন পর্বের এই টিউটোরিয়ালের প্রথম পর্বে ‘গুগল ক্লাসরুম’ ব্যবহার করে পরীক্ষা নেওয়া সংক্রান্ত ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করেছেন ঢাবি আইসিটি সেলের পরিচালক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান। টিউটোরিয়ালটি এই লিংকে পাওয়া যাবে

দ্বিতীয় পর্বে অনলাইনে পরীক্ষা গ্রহণের সময় প্রত্যবেক্ষণের জন্য ‘জুম’–এর ফিচারগুলো নিয়ে ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করেছেন তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ শফিউল আলম খান। টিউটোরিয়ালটি পাওয়া যাবে এখানে

শেষ পর্বে আছে ‘ক্যামস্ক্যানার’ মোবাইল অ্যাপ ব্যবহার করে পরীক্ষার উত্তরপত্র স্ক্যান করে একটি পিডিএফ ফাইল তৈরি করার পদ্ধতি। ফাইলটিকে নতুন নাম দিয়ে ওই অ্যাপ থেকে সরাসরি ‘গুগল ক্লাসরুম’–এর কোনো অ্যাসাইনমেন্টের বিপরীতে উত্তরপত্র অ্যাটাচ করা দেখানো হয়েছে। টিউটোরিয়ালটি তৈরি করেছেন তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. সাঈদ সিদ্দিক। এই লিংকে গিয়ে ভিডিও টিউটোরিয়ালটি পাওয়া যাবে

যেসব বিশ্ববিদ্যালয় অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই ভিডিও টিউটোরিয়ালগুলো সেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদেরকেও সহায়তা করবে বলে আশা করছে ঢাবি কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত