Ajker Patrika

ঢাবির ‘চ’ ইউনিটের বহুনির্বাচনীর ফল প্রকাশ, অঙ্কন পরীক্ষা ২ জুলাই

ঢাবি প্রতিনিধি
ঢাবির ‘চ’ ইউনিটের বহুনির্বাচনীর ফল প্রকাশ, অঙ্কন পরীক্ষা ২ জুলাই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের স্নাতক (বিএফএ) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার বহুনির্বাচনী অংশের প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ২ জুলাই দ্বিতীয় ধাপের, অঙ্কন (ফিগার ড্রয়িং) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার দুপুর ১টায় এ তালিকা প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। 

প্রাথমিক তালিকায় বহুনির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ মেধাক্রমের প্রথম ১ হাজার ৫০০ জনের তালিকা দেওয়া হয়েছে। নির্বাচিতরা আগামী ২ জুলাই লিখিত (ড্রয়িং) পরীক্ষায় অংশ নিতে পারবেন। লিখিত পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়, চলবে দুপুর ১টা পর্যন্ত। 

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে https://admeece3d99a2351788fe9eb7f85f37ebae.eis.du.ac.bd/bn/408b7c8ad06e4d9954fa2d948a01f508 গিয়ে নিজস্ব ড্যাশবোর্ডে লগইন করে অথবা ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে দেওয়া নির্দেশনা অনুযায়ী এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

গত ১৭ জুন ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে বহুনির্বাচনী পরীক্ষায় অংশ নেন। এ বছর মোট ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭ হাজার ৪৪৪ জন। ঢাকায় পরীক্ষা দিয়েছেন ৪ হাজার ৭৫৭ জন ও ঢাকার বাইরে সাতটি বিভাগে পরীক্ষা দিয়েছেন ২ হাজার ৬৮৭ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত