Ajker Patrika

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ক্লাস রুটিনে পরিবর্তন এল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ক্লাস রুটিনে পরিবর্তন এল

নতুন শিক্ষাক্রম শুরু হওয়ার প্রায় চার মাসের মাথায় ক্লাস রুটিনে পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। 

আজ রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-১) দুর্গা রানী সিকদার স্বাক্ষরিত সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে। এতে প্রথম ও দ্বিতীয় শিফটের জন্য আলাদা ক্লাস রুটিন দেওয়া হয়েছে। 

নির্দেশনার মধ্যে রয়েছে স্কুলে প্রথম ক্লাসের সময়সীমা হবে ৬০ মিনিট, আর পরের ক্লাস হবে ৫০ মিনিট। আর দুই শিফটের প্রথম ক্লাস হবে ৫০ মিনিট এবং বাকি ক্লাসগুলো ৪৫ মিনিটের। আর প্রতিদিন সমাবেশে জাতীয় সংগীত গাইবার ব্যবস্থা করবে। এ জন্য প্রয়োজনে বিদ্যালয় শুরুর সময় এগিয়ে আনা যাবে। যেখানে বর্তমানে সব ক্লাসের সময়সীমা সমান— ৫০ মিনিট।

আরও বলা হয়, জাতীয় দিবসগুলো উদ্‌যাপন শিক্ষাকালীন কার্যক্রম হিসেবে গণ্য করা হয়েছে। জাতীয় দিবসে সেশন রুটিন অনুসরণ না করে, দিবস পালনে বিভিন্ন বিষয়–সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালিত হবে।

এ ছাড়া অপর এক আদেশে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তকের সংশোধনী ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এতে স্বাক্ষর করেছেন এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম। 

এতে বলা হয়েছে, রিভিউ প্যানেলসহ সব অংশীজনের মতামত বিবেচনা করে ২০২৩ সালের পাঠ্যপুস্তকগুলোর কিছু সংশোধনী শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ও শিক্ষক সহায়িকায় সংশোধন করা প্রয়োজন। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিষয়ভিত্তিক সংশোধনী (হার্ড ও সফট কপিসহ) এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের জন্য এ সংক্রান্ত করণীয় বিষয়ক একটি নির্দেশনাও পাঠানো হলো। 

চলতি বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পাঠদান শুরু হয়েছে। আগামী বছর থেকে পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত