Ajker Patrika

এখনো শিক্ষায় সমান সুযোগ সৃষ্টি হয়নি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এখনো শিক্ষায় সমান সুযোগ সৃষ্টি হয়নি

আজ ১৭ সেপ্টেম্বর, মহান শিক্ষা দিবস। শিক্ষাকে সংকুচিত করতে স্বৈরশাসক আইয়ুব খান যে শিক্ষানীতি দিয়েছিলেন, তার প্রতিবাদে ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। মারা যান কয়েকজন শিক্ষার্থী। এরপর থেকে দিনটি শিক্ষা দিবস হিসেবে পালন করা হচ্ছে।

করোনা মহামারির কারণে দেড় বছরেরও বেশি বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলেছে। এতে শিক্ষা খাতে এক ধরনের বিপর্যয় নেমে এসেছে। এর মধ্যেই নতুন জাতীয় শিক্ষাক্রম অনুমোদন করেছে সরকার। এই শিক্ষাক্রম বাস্তবায়ন হলে প্রাক-প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার খোলনলচে পাল্টে যাবে। অন্যদিকে জাতীয় শিক্ষানীতি এখনো পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি সরকার। শিক্ষানীতির আলোকে হয়নি শিক্ষা আইন। এখন জাতীয় শিক্ষানীতি সংশোধনের চিন্তা করা হচ্ছে।

তবে ১৯৬২ সালে যে উদ্দেশ্য নিয়ে ছাত্র-জনতা শিক্ষানীতির বিরোধিতায় মাঠে নেমেছিল, সেই উদ্দেশ্য আজও অর্জন হয়নি বলে মনে করেন শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি গতকাল আজকের পত্রিকাকে বলেন, পাকিস্তান আমলে আইয়ুব খানের সরকার জনবিরোধী শিক্ষানীতি দিয়েছিল। এর মধ্য দিয়ে শিক্ষাকে সংকুচিত ও বাণিজ্যিকীকরণ করতে চেয়েছিল তারা। এর বিরুদ্ধে শুধু শিক্ষার্থীরা নন, মেহনতি মানুষ, এমনকি বুড়িগঙ্গার নৌকার মাঝিরাও বিক্ষোভে অংশ নিয়েছিলেন। কিন্তু বাস্তবতা হচ্ছে শিক্ষাকে এখনো সর্বজনীন করা হয়নি। সরকার সবার শিক্ষার দায়িত্ব নেয়নি। বিত্তশালীরা এখন শিক্ষার বেশি সুযোগ পাচ্ছে।

দিবসটি সরকারিভাবে পালন করা হয় না। তবে আজ বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রগতিশীল আটটি সংগঠন মিলে সমাবেশ করবে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত