সাক্ষাৎকার /বাংলাদেশের হয়ে একদিন বিশ্বকাপ জিতব
ক্রিকেট খেলা যখন শুরু করেছি, তখন ক্রিকেটার হওয়ার ইচ্ছা ছিল না। তখন ছিল অ্যাডিকশন (আসক্তি)। এখন তো এটা পেশায় চলে এসেছে। আমি মনে করি, যারা ক্রিকেট খেলে, তারা শুরুতে মনে হয় না জাতীয় দলকে টার্গেট করে। সাধারণত প্রথমে ভালোবেসে খেলা শুরু করে; পরে ধাপে ধাপে এগোয়, লক্ষ্য যখন সামনে আসে, তখন কিছুটা চ্যালেঞ্জ গ