যুক্তরাষ্ট্রে ছাত্রদের সঙ্গে যৌন অসদাচরণের অভিযোগে ছয়জন নারী শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এক সপ্তাহে দুই দিনের ব্যবধানে তাঁদের গ্রেপ্তার করা হয়। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ড্যানভিল শহরের একটি স্কুলের শিক্ষক এলেন শেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ১৬ বছর বয়সী দুই ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক করেছিলেন। গত বৃহস্পতিবার তাঁকে গ্যারার্ড কাউন্টি ডিস্ট্রিক্ট আদালতে অভিযুক্ত করা হয়েছে। ৩৮ বছর বয়সী এলেন শেলকে স্কুল থেকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।
এ ছাড়া আরকানসাসে ৩২ বছর বয়সী হিথার হ্যারির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। তিনি কিশোর এক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন বলে অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার এই অভিযোগে গ্রেপ্তার হন তিনি।
গত বৃহস্পতিবার ওকলাহোমা থেকে ২৬ বছর বয়সী এমিলি হ্যানকককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তাঁর বিরুদ্ধেও ছাত্রের সঙ্গে সম্পর্কের অভিযোগ আনা হয়েছে। এমনকি তিনি স্কুল ভবনের মধ্যে যৌন অসদাচরণ করেছেন বলে অভিযোগ আনা হয়।
এ ছাড়া লিনক্লোন কাউন্টি থেকে আরেক নারী শিক্ষক গ্রেপ্তার হয়েছেন। ১৫ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। এমা দিলেনি হ্যানকক নামের ওই শিক্ষক স্কুল ভবনেই ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক করেন। তারা স্ন্যাপচ্যাটে যোগাযোগ করতেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, আইওয়া অঙ্গরাজ্যের ডেস মইনেসে একটি ক্যাথলিক স্কুলের একজন শিক্ষকও এমন সম্পর্ক রাখার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। ৩৬ বছর বয়সী ক্রিস্টেন গ্যান্ট কিশোর এক ছাত্রের সঙ্গে স্কুল ও স্কুলের বাইরে যৌন সম্পর্ক স্থাপন করেছেন বলে অভিযোগ।
ফেয়ারফ্যাক্স কাউন্টির ৩৩ বছর বয়সী আলিয়েহ খেরাদমান্দের নামের এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধেও বেশ কয়েক মাস ধরে একজন ছাত্রের সঙ্গে যৌন অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া পেনসিলভানিয়া হাই স্কুলের একজন জ্যাভেলিন কোচকে গ্রেপ্তার করেছে পুলিশ। হান্নাহ মার্থ নামের ২৬ বছর বয়সী ওই নারী প্রশিক্ষকের বিরুদ্ধে ১৭ বছরের এক ছাত্রের সঙ্গে যৌন অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।
যুক্তরাষ্ট্রে ছাত্রদের সঙ্গে যৌন অসদাচরণের অভিযোগে ছয়জন নারী শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এক সপ্তাহে দুই দিনের ব্যবধানে তাঁদের গ্রেপ্তার করা হয়। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ড্যানভিল শহরের একটি স্কুলের শিক্ষক এলেন শেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ১৬ বছর বয়সী দুই ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক করেছিলেন। গত বৃহস্পতিবার তাঁকে গ্যারার্ড কাউন্টি ডিস্ট্রিক্ট আদালতে অভিযুক্ত করা হয়েছে। ৩৮ বছর বয়সী এলেন শেলকে স্কুল থেকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।
এ ছাড়া আরকানসাসে ৩২ বছর বয়সী হিথার হ্যারির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। তিনি কিশোর এক ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন বলে অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার এই অভিযোগে গ্রেপ্তার হন তিনি।
গত বৃহস্পতিবার ওকলাহোমা থেকে ২৬ বছর বয়সী এমিলি হ্যানকককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। তাঁর বিরুদ্ধেও ছাত্রের সঙ্গে সম্পর্কের অভিযোগ আনা হয়েছে। এমনকি তিনি স্কুল ভবনের মধ্যে যৌন অসদাচরণ করেছেন বলে অভিযোগ আনা হয়।
এ ছাড়া লিনক্লোন কাউন্টি থেকে আরেক নারী শিক্ষক গ্রেপ্তার হয়েছেন। ১৫ বছর বয়সী এক ছাত্রের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। এমা দিলেনি হ্যানকক নামের ওই শিক্ষক স্কুল ভবনেই ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক করেন। তারা স্ন্যাপচ্যাটে যোগাযোগ করতেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, আইওয়া অঙ্গরাজ্যের ডেস মইনেসে একটি ক্যাথলিক স্কুলের একজন শিক্ষকও এমন সম্পর্ক রাখার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। ৩৬ বছর বয়সী ক্রিস্টেন গ্যান্ট কিশোর এক ছাত্রের সঙ্গে স্কুল ও স্কুলের বাইরে যৌন সম্পর্ক স্থাপন করেছেন বলে অভিযোগ।
ফেয়ারফ্যাক্স কাউন্টির ৩৩ বছর বয়সী আলিয়েহ খেরাদমান্দের নামের এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধেও বেশ কয়েক মাস ধরে একজন ছাত্রের সঙ্গে যৌন অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া পেনসিলভানিয়া হাই স্কুলের একজন জ্যাভেলিন কোচকে গ্রেপ্তার করেছে পুলিশ। হান্নাহ মার্থ নামের ২৬ বছর বয়সী ওই নারী প্রশিক্ষকের বিরুদ্ধে ১৭ বছরের এক ছাত্রের সঙ্গে যৌন অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২২ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫