Ajker Patrika

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৪, আহত ৩ 

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৪, আহত ৩ 

যুক্তরাষ্ট্রে কলোরাডোতে একাধিক স্থানে এক বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবারের এই ঘটনায় একজন পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও তিনজন। যুক্তরাষ্ট্র পুলিশ জানিয়েছে, পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন। 

একটি সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সময় বিকেল ৫টায় হামলা শুরু করে ওই বন্দুকধারী। তিনি ডেনভার ও লেকউডের কমপক্ষে চার জায়গায় হামলা চালান। ডেনভারে দুই নারীকে নিহত ও এক ব্যক্তি আহত হন। 

পরে ওই বন্দুকধারী পার্শ্ববর্তী শহর লেকউডে যান। সেখানে তাঁর হামলায় একজন ব্যক্তি নিহত ও আরেকজন ব্যক্তি আহত হন। 

লেকউড পুলিশের মুখপাত্র জন রোমেরো বলেন, এরপর আমাদের সদস্যদের সঙ্গে ওই হামলাকারীর গুলি বিনিময় হয়। বন্দুকযুদ্ধে একপর্যায়ে ওই হামলাকারীর মৃত্যু হয়। 

গোলাগুলিতে পুলিশের একজন সদস্য আহত হয়েছেন বলেও জানান রোমেরো। 

যুক্তরাষ্ট্র অন্যতম একটি বড় সমস্যা বন্দুক হামলার ঘটনা। দেশটিতে কঠোর বন্দুক আইন না থাকায় প্রায়ই এমন হামলার ঘটনা ঘটে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত