সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজিসহ তিন দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। ২৯ মে সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য বাস, মিনিবাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে বলে জানায়।
আজ রোববার বেলা ২টায় শহরের মল্লিকপুরে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের নেতারা।
সুনামগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নুরুল হক লিখিত বক্তব্যে বলেন, ‘৩ মে তিন দফা দাবিতে ধর্মঘট পালনের ঘোষণা দিই। তাৎক্ষণিক প্রশাসনের পক্ষ থেকে আমাদের আশ্বাস দেয় দাবি মেনে নেওয়ার। এতে আমরা ধর্মঘট স্থগিত রাখি। কিন্তু আজ পর্যন্ত দাবি মানা হয়নি। তাই বাধ্য হয়ে আবারও ২৮ মে পর্যন্ত সময় দিচ্ছি। এর ভেতরে যদি দাবি মানা না হয়, ২৯ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করব।’
দাবিগুলোর হলো—২০২২ সালের ২২ অক্টোবর শ্রমিক ইউনিয়নের করা মামলা দ্রুত নিষ্পত্তি, শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে অবৈধ চাঁদাবাজি বন্ধ করা। সংবাদ সম্মেলনে বলা হয়, এসব বিষয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে বারবার স্মারকলিপি দেওয়া হলেও কোনো সুরাহা না হওয়ায় প্রতিবাদে এ কর্মসূচি। এতেও প্রশাসন কোনো ভূমিকা না রাখলে সিলেট বিভাগে পরিবহন ধর্মঘট পালনের হুঁশিয়ারি দেন শ্রমিকনেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সুজাউল কবির, কার্যকরী সভাপতি বোরহান উদ্দিন, সিলেট বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন প্রমুখ।
সুনামগঞ্জে বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজিসহ তিন দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। ২৯ মে সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য বাস, মিনিবাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে বলে জানায়।
আজ রোববার বেলা ২টায় শহরের মল্লিকপুরে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের নেতারা।
সুনামগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নুরুল হক লিখিত বক্তব্যে বলেন, ‘৩ মে তিন দফা দাবিতে ধর্মঘট পালনের ঘোষণা দিই। তাৎক্ষণিক প্রশাসনের পক্ষ থেকে আমাদের আশ্বাস দেয় দাবি মেনে নেওয়ার। এতে আমরা ধর্মঘট স্থগিত রাখি। কিন্তু আজ পর্যন্ত দাবি মানা হয়নি। তাই বাধ্য হয়ে আবারও ২৮ মে পর্যন্ত সময় দিচ্ছি। এর ভেতরে যদি দাবি মানা না হয়, ২৯ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করব।’
দাবিগুলোর হলো—২০২২ সালের ২২ অক্টোবর শ্রমিক ইউনিয়নের করা মামলা দ্রুত নিষ্পত্তি, শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে অবৈধ চাঁদাবাজি বন্ধ করা। সংবাদ সম্মেলনে বলা হয়, এসব বিষয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে বারবার স্মারকলিপি দেওয়া হলেও কোনো সুরাহা না হওয়ায় প্রতিবাদে এ কর্মসূচি। এতেও প্রশাসন কোনো ভূমিকা না রাখলে সিলেট বিভাগে পরিবহন ধর্মঘট পালনের হুঁশিয়ারি দেন শ্রমিকনেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সুজাউল কবির, কার্যকরী সভাপতি বোরহান উদ্দিন, সিলেট বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন প্রমুখ।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২২ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫