প্রতিনিধি
কমলগঞ্জ (মৌলভীবাজার): কমলগঞ্জের এক ধান ব্যবসায়ীর ৪৪০ মণ ধানবোঝাই ট্রাকসহ উধাও এক চালক। দশ দিন পরও তার কোনো সন্ধান মেলেনি।
জানা যায়, 'মেসার্স সুনামগঞ্জ মডার্ণ ট্রান্সপোর্ট এজেন্সি'র মাধ্যমে ঢাকা-মেট্রো-ট-২০-৫৯৭৯ নম্বরধারী একটি ট্রাক গত ২৭ এপ্রিল ১৭ হাজার টাকায় ভাড়া করেন ধান ব্যবসায়ী আমির আলী। ওই দিন রাত ৯টায় হক সুপার মার্কেট ওয়েজখালি সুনামগঞ্জ থেকে ২২০ বস্তা (৪৪০ মণ) ধান নিয়ে রওনা দেন ট্রাকচালক সাজু মিয়া। এসব ধান কুমিল্লার ভাটেরা কংশনগর জাপান বাংলা আলি আশরাফ মেম্বারের অটো রাইস মিলে পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু এরপর থেকে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এখনও পর্যন্ত চালকের ফোন নম্বরটি বন্ধ রয়েছে বলে জানান ওই ব্যবসায়ী।
ধানের মালিক আমির আলী জানান, এ ব্যাপারে ২৭ এপ্রিল দিরাই থানা ও সুনামগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য গেলে তা গ্রহণ করা হয়নি। অবশেষে ৩ মে সুনামগঞ্জ সদর মডেল থানা তার অভিযোগ গ্রহণ করে। অভিযোগ নং আর-১৯/ ৫৭৬/২১।
আমির আলী অভিযোগ করেন, প্রথম দিকে পুলিশ তার জিডি গ্রহণ করলে ধান উদ্ধার করা সম্ভব হতো। ওই ট্রাকে সোয়া ৪ লাখ টাকার ধান ছিল বলে দাবি করেন তিনি।
এদিকে গত ২৮ এপ্রিল মেসার্স সুনামগঞ্জ মডার্ণ ট্রান্সপোর্ট এজেন্সির মালিক মো. হাবিবুর রহমান দিরাই থানায় আরেকটি জিডি করেছেন। জিডি নং ১২৮৬।
এ ব্যাপারে মামলার তদন্তকারী অফিসার সুনামগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা তদন্ত শুরু করেছি।
কমলগঞ্জ (মৌলভীবাজার): কমলগঞ্জের এক ধান ব্যবসায়ীর ৪৪০ মণ ধানবোঝাই ট্রাকসহ উধাও এক চালক। দশ দিন পরও তার কোনো সন্ধান মেলেনি।
জানা যায়, 'মেসার্স সুনামগঞ্জ মডার্ণ ট্রান্সপোর্ট এজেন্সি'র মাধ্যমে ঢাকা-মেট্রো-ট-২০-৫৯৭৯ নম্বরধারী একটি ট্রাক গত ২৭ এপ্রিল ১৭ হাজার টাকায় ভাড়া করেন ধান ব্যবসায়ী আমির আলী। ওই দিন রাত ৯টায় হক সুপার মার্কেট ওয়েজখালি সুনামগঞ্জ থেকে ২২০ বস্তা (৪৪০ মণ) ধান নিয়ে রওনা দেন ট্রাকচালক সাজু মিয়া। এসব ধান কুমিল্লার ভাটেরা কংশনগর জাপান বাংলা আলি আশরাফ মেম্বারের অটো রাইস মিলে পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু এরপর থেকে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এখনও পর্যন্ত চালকের ফোন নম্বরটি বন্ধ রয়েছে বলে জানান ওই ব্যবসায়ী।
ধানের মালিক আমির আলী জানান, এ ব্যাপারে ২৭ এপ্রিল দিরাই থানা ও সুনামগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য গেলে তা গ্রহণ করা হয়নি। অবশেষে ৩ মে সুনামগঞ্জ সদর মডেল থানা তার অভিযোগ গ্রহণ করে। অভিযোগ নং আর-১৯/ ৫৭৬/২১।
আমির আলী অভিযোগ করেন, প্রথম দিকে পুলিশ তার জিডি গ্রহণ করলে ধান উদ্ধার করা সম্ভব হতো। ওই ট্রাকে সোয়া ৪ লাখ টাকার ধান ছিল বলে দাবি করেন তিনি।
এদিকে গত ২৮ এপ্রিল মেসার্স সুনামগঞ্জ মডার্ণ ট্রান্সপোর্ট এজেন্সির মালিক মো. হাবিবুর রহমান দিরাই থানায় আরেকটি জিডি করেছেন। জিডি নং ১২৮৬।
এ ব্যাপারে মামলার তদন্তকারী অফিসার সুনামগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা তদন্ত শুরু করেছি।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৩ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫