Ajker Patrika

ফেসবুকে ভুয়া আইডি দিয়ে প্রতারণা

প্রতিনিধি, সিলেট
আপডেট : ১০ জুলাই ২০২১, ১৬: ০৬
ফেসবুকে ভুয়া আইডি দিয়ে প্রতারণা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে করা হতো মানবিক পোস্ট। জটিল রোগে আক্রান্ত শিশু কিংবা অসহায় মানুষের জন্য সাহায্য চেয়ে দেওয়া হতো বিভিন্ন পোস্ট। ব্যবহার করা হতো মোবাইল ব্যাংকিংয়ের বিকাশ কিংবা নগদ অ্যাকাউন্ট। সিলেটের ওসমানীনগরে এভাবে অসহায় মানুষের সাহায্যের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন দুই বন্ধু। 

ফেসবুকে ভুয়া আইডি খুলে এমন প্রতারণার বিষয়টি পুলিশের বিশেষায়িত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর নজরে আসার পর শুক্রবার রাতে পিবিআইয়ের একটি দল তাঁদের ওসমানীনগর থেকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন ওসমানীনগর থানার ইলাশপুর দক্ষিণ গ্রামের মৃত আবদুল গিয়াস খানের ছেলে জাফরান খান (১৯) এবং একই থানার নিজ করনসী (উত্তর পাড়া) গ্রামের সুফি মিয়ার ছেলে তারেক হোসেন (২১)। 

আজ শনিবার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার খালেদ-উজ-জামান। 

খালেদ-উজ-জামান বলেন, জাফরান খান ও তারেক হোসেন দুই বন্ধু দীর্ঘদিন ধরে এই প্রতারণা করে আসছিলেন। সাইবার অপরাধে তাঁরা দুজনই বেশ দক্ষ। মানুষের মানবিকতাকে পুঁজি করে নামে-বেনামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খোলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। বেশ কয়েক দিন ফেসবুকে তাঁদের এমন অপতৎপরতায় নজর রাখার পর শুক্রবার তাঁদের গ্রেপ্তার করা হয়। 

খালেদ-উজ-জামান জানান, ২০২০ সালের ৭ ডিসেম্বর 'Muhima Begum' নামের ফেসবুক আইডিতে একটি শিশুর জীবন বাঁচাতে চিকিৎসার জন্য সাহায্য চেয়ে পোস্ট দেওয়া হয়। ওই আইডিতে সাহায্য পাঠানোর জন্য একটি বিকাশ নম্বরের মাধ্যমে মানুষের সরলতার সুযোগে প্রতারক চক্রটি হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। 

এ ছাড়া বিভিন্ন সময়ে একই কৌশলে চক্রটি একাধিক ফেসবুক আইডির মাধ্যমে রোগাক্রান্ত ব্যক্তির ছবি ব্যবহার করে বিকাশ ও নগদের মাধ্যমে কয়েক দফায় টাকা হাতিয়ে নিয়েছিল। 

পিবিআই পুলিশ সুপার বলেন, শিক্ষাগত যোগ্যতা তেমন না থাকলেও জাফরান ও তারেক দুজনেরই সাইবার প্রতারণা সম্পর্কে ধারণা ছিল বেশি। সেই সঙ্গে তাঁরা খুব কৌশলে কাজ করতেন। অসুস্থ শিশুসহ বিভিন্ন মানুষের ছবি ব্যবহার করে তাঁরা সাহায্য চেয়ে ফেসবুকে প্রচার করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছেন। 

তবে কত টাকা হাতিয়ে নিয়েছেন, সেই হিসাব জানতে চেয়ে আদালতের মাধ্যমে বিকাশ ও নগদ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে বলে জানান তিনি। তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়েছে। এ ঘটনায় পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র বাদী হয়ে ওসমানীনগর থানায় জাফরান ও তারেকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা দায়ের করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত