প্রতিনিধি, সিলেট
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে করা হতো মানবিক পোস্ট। জটিল রোগে আক্রান্ত শিশু কিংবা অসহায় মানুষের জন্য সাহায্য চেয়ে দেওয়া হতো বিভিন্ন পোস্ট। ব্যবহার করা হতো মোবাইল ব্যাংকিংয়ের বিকাশ কিংবা নগদ অ্যাকাউন্ট। সিলেটের ওসমানীনগরে এভাবে অসহায় মানুষের সাহায্যের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন দুই বন্ধু।
ফেসবুকে ভুয়া আইডি খুলে এমন প্রতারণার বিষয়টি পুলিশের বিশেষায়িত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর নজরে আসার পর শুক্রবার রাতে পিবিআইয়ের একটি দল তাঁদের ওসমানীনগর থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন ওসমানীনগর থানার ইলাশপুর দক্ষিণ গ্রামের মৃত আবদুল গিয়াস খানের ছেলে জাফরান খান (১৯) এবং একই থানার নিজ করনসী (উত্তর পাড়া) গ্রামের সুফি মিয়ার ছেলে তারেক হোসেন (২১)।
আজ শনিবার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার খালেদ-উজ-জামান।
খালেদ-উজ-জামান বলেন, জাফরান খান ও তারেক হোসেন দুই বন্ধু দীর্ঘদিন ধরে এই প্রতারণা করে আসছিলেন। সাইবার অপরাধে তাঁরা দুজনই বেশ দক্ষ। মানুষের মানবিকতাকে পুঁজি করে নামে-বেনামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খোলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। বেশ কয়েক দিন ফেসবুকে তাঁদের এমন অপতৎপরতায় নজর রাখার পর শুক্রবার তাঁদের গ্রেপ্তার করা হয়।
খালেদ-উজ-জামান জানান, ২০২০ সালের ৭ ডিসেম্বর 'Muhima Begum' নামের ফেসবুক আইডিতে একটি শিশুর জীবন বাঁচাতে চিকিৎসার জন্য সাহায্য চেয়ে পোস্ট দেওয়া হয়। ওই আইডিতে সাহায্য পাঠানোর জন্য একটি বিকাশ নম্বরের মাধ্যমে মানুষের সরলতার সুযোগে প্রতারক চক্রটি হাতিয়ে নেয় লাখ লাখ টাকা।
এ ছাড়া বিভিন্ন সময়ে একই কৌশলে চক্রটি একাধিক ফেসবুক আইডির মাধ্যমে রোগাক্রান্ত ব্যক্তির ছবি ব্যবহার করে বিকাশ ও নগদের মাধ্যমে কয়েক দফায় টাকা হাতিয়ে নিয়েছিল।
পিবিআই পুলিশ সুপার বলেন, শিক্ষাগত যোগ্যতা তেমন না থাকলেও জাফরান ও তারেক দুজনেরই সাইবার প্রতারণা সম্পর্কে ধারণা ছিল বেশি। সেই সঙ্গে তাঁরা খুব কৌশলে কাজ করতেন। অসুস্থ শিশুসহ বিভিন্ন মানুষের ছবি ব্যবহার করে তাঁরা সাহায্য চেয়ে ফেসবুকে প্রচার করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছেন।
তবে কত টাকা হাতিয়ে নিয়েছেন, সেই হিসাব জানতে চেয়ে আদালতের মাধ্যমে বিকাশ ও নগদ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে বলে জানান তিনি। তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়েছে। এ ঘটনায় পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র বাদী হয়ে ওসমানীনগর থানায় জাফরান ও তারেকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা দায়ের করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে করা হতো মানবিক পোস্ট। জটিল রোগে আক্রান্ত শিশু কিংবা অসহায় মানুষের জন্য সাহায্য চেয়ে দেওয়া হতো বিভিন্ন পোস্ট। ব্যবহার করা হতো মোবাইল ব্যাংকিংয়ের বিকাশ কিংবা নগদ অ্যাকাউন্ট। সিলেটের ওসমানীনগরে এভাবে অসহায় মানুষের সাহায্যের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন দুই বন্ধু।
ফেসবুকে ভুয়া আইডি খুলে এমন প্রতারণার বিষয়টি পুলিশের বিশেষায়িত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর নজরে আসার পর শুক্রবার রাতে পিবিআইয়ের একটি দল তাঁদের ওসমানীনগর থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন ওসমানীনগর থানার ইলাশপুর দক্ষিণ গ্রামের মৃত আবদুল গিয়াস খানের ছেলে জাফরান খান (১৯) এবং একই থানার নিজ করনসী (উত্তর পাড়া) গ্রামের সুফি মিয়ার ছেলে তারেক হোসেন (২১)।
আজ শনিবার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার খালেদ-উজ-জামান।
খালেদ-উজ-জামান বলেন, জাফরান খান ও তারেক হোসেন দুই বন্ধু দীর্ঘদিন ধরে এই প্রতারণা করে আসছিলেন। সাইবার অপরাধে তাঁরা দুজনই বেশ দক্ষ। মানুষের মানবিকতাকে পুঁজি করে নামে-বেনামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খোলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। বেশ কয়েক দিন ফেসবুকে তাঁদের এমন অপতৎপরতায় নজর রাখার পর শুক্রবার তাঁদের গ্রেপ্তার করা হয়।
খালেদ-উজ-জামান জানান, ২০২০ সালের ৭ ডিসেম্বর 'Muhima Begum' নামের ফেসবুক আইডিতে একটি শিশুর জীবন বাঁচাতে চিকিৎসার জন্য সাহায্য চেয়ে পোস্ট দেওয়া হয়। ওই আইডিতে সাহায্য পাঠানোর জন্য একটি বিকাশ নম্বরের মাধ্যমে মানুষের সরলতার সুযোগে প্রতারক চক্রটি হাতিয়ে নেয় লাখ লাখ টাকা।
এ ছাড়া বিভিন্ন সময়ে একই কৌশলে চক্রটি একাধিক ফেসবুক আইডির মাধ্যমে রোগাক্রান্ত ব্যক্তির ছবি ব্যবহার করে বিকাশ ও নগদের মাধ্যমে কয়েক দফায় টাকা হাতিয়ে নিয়েছিল।
পিবিআই পুলিশ সুপার বলেন, শিক্ষাগত যোগ্যতা তেমন না থাকলেও জাফরান ও তারেক দুজনেরই সাইবার প্রতারণা সম্পর্কে ধারণা ছিল বেশি। সেই সঙ্গে তাঁরা খুব কৌশলে কাজ করতেন। অসুস্থ শিশুসহ বিভিন্ন মানুষের ছবি ব্যবহার করে তাঁরা সাহায্য চেয়ে ফেসবুকে প্রচার করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছেন।
তবে কত টাকা হাতিয়ে নিয়েছেন, সেই হিসাব জানতে চেয়ে আদালতের মাধ্যমে বিকাশ ও নগদ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে বলে জানান তিনি। তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়েছে। এ ঘটনায় পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র বাদী হয়ে ওসমানীনগর থানায় জাফরান ও তারেকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা দায়ের করেছেন।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
১৮ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫