Ajker Patrika

মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)
মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও ও শাখোয়া গ্রামবাসীর মধ্যে মাছ ধরাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের শিশুসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে সিলেটে পাঠানো হয়েছে। 

গতকাল রোববার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নে শাখোয়া ও করগাঁও গ্রামে মধ্যবর্তী স্থানে আমন খেতে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। 

জানা যায়, উপজেলার করগাঁও ইউনিয়নের গউস মিয়ার ফিশারিজের  পাশে একটি খালে মাছ ধরাকে কেন্দ্র করে শাখোয়া গ্রামের বেনু মিয়ার ছেলে সমির ও করগাঁও গ্রামের নুরুল মিয়ার ছেলে টুটুল মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি উত্তেজনা ছড়িয়ে পড়ে চারদিকে। পরে শাখোয়া গ্রামের লোকজন ও করগাঁও গ্রামের লোকজন মাইকে মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়। 

খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনার পরপর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খায়েরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 

এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত