Ajker Patrika

হবিগঞ্জে শ্বশুরকে হত্যার অভিযোগে জামাই আটক

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে শ্বশুরকে হত্যার অভিযোগে জামাই আটক

হবিগঞ্জের চুনারুঘাটে শ্বশুরকে হত্যার অভিযোগে সেলিম মিয়াকে (৩০) আটক করেছে পুলিশ। 

আজ সোমবার ভোরে উপজেলার শানখালা ইউনিয়নের পাহাড়ি এলাকা ডেউয়াতলি থেকে তাঁকে আটক করা হয়। 

এর আগে গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার পানছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম নুর আলম (৪৯) ওই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত সেলিম উপজেলার উত্তর কালিনগর গ্রামের আবু মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, গতকাল রাতে নুর আলম তাঁর বাড়িতে ছিলেন। ওই সময় সেলিম তার শ্বশুর বাড়িতে যান। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুরের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সেলিম উত্তেজিত হয়ে তার শ্বশুরকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নুর আলমের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। 

চুনারুঘাট থানার (ওসি) রাশেদুল হক জানান, হত্যাকাণ্ডের পর অভিযান চালিয়ে আটক করা হয় সেলিমকে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার পর তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত