Ajker Patrika

সৈয়দপুরে ৫৭০ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক ২

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)
সৈয়দপুরে ৫৭০ বোতল ফেনসিডিলসহ প্রাইভেটকার জব্দ, আটক ২

নীলফামারীর সৈয়দপুরে ৫৭০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একটি সাদা রঙের প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-গ-১১-০২৫১) ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন—চাঁদপুর জেলার হাইমচর উপজেলার আলগি বাজারের মৃত আবুল হোসেনের পুত্র সুমন (৩৪) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার খানশুর বাজারের আহমেদ আলীর পুত্র ইমরান (২০)। 

মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে শহরের রংপুর-দিনাজপুর বাইপাস মহাসড়কে শান্ত টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে তাঁদের আটক করে র‍্যাব। বিকেল ৬টায় আটক দুজনের নামে সৈয়দপুর থানায় মামলা করা হয়। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে রংপুর থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি সাদা প্রাইভেটকারে মাদকের একটি চালান আসছে। 
সেই সংবাদের ভিত্তিতে রংপুর র‍্যাব-১৩, দিনাজপুর সিপিসি-১ এর একটি টহলদল উল্লেখিত এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। র‍্যাবের চেকপোস্ট দেখে মাদক বহনকারী গাড়িটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় পাশের একটি খেজুর গাছে ধাক্কা লাগে। এতে কারটি বিকল হয়ে যায়। এ সময় কারে থাকা সুমন ও ইমরানকে আটক করে র‍্যাব সদস্যরা। পরে কারটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ৫৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

এ ঘটনায় সৈয়দপুর থানায় রংপুর র‍্যাব-১৩, দিনাজপুর সিপিসি-১ উপ-সহকারী পরিচালক নায়েব সুবেদার মোখলেছুর রহমান বাদী হয়ে সন্ধ্যায় একটি মামলা দায়ের করেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান আজকের পত্রিকাকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধকে বিনাশ করতে পারবে না: ফজলুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত