প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)
নীলফামারীর সৈয়দপুরে ৫৭০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একটি সাদা রঙের প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-গ-১১-০২৫১) ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন—চাঁদপুর জেলার হাইমচর উপজেলার আলগি বাজারের মৃত আবুল হোসেনের পুত্র সুমন (৩৪) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার খানশুর বাজারের আহমেদ আলীর পুত্র ইমরান (২০)।
মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে শহরের রংপুর-দিনাজপুর বাইপাস মহাসড়কে শান্ত টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে তাঁদের আটক করে র্যাব। বিকেল ৬টায় আটক দুজনের নামে সৈয়দপুর থানায় মামলা করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে রংপুর থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি সাদা প্রাইভেটকারে মাদকের একটি চালান আসছে।
সেই সংবাদের ভিত্তিতে রংপুর র্যাব-১৩, দিনাজপুর সিপিসি-১ এর একটি টহলদল উল্লেখিত এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। র্যাবের চেকপোস্ট দেখে মাদক বহনকারী গাড়িটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় পাশের একটি খেজুর গাছে ধাক্কা লাগে। এতে কারটি বিকল হয়ে যায়। এ সময় কারে থাকা সুমন ও ইমরানকে আটক করে র্যাব সদস্যরা। পরে কারটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ৫৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় সৈয়দপুর থানায় রংপুর র্যাব-১৩, দিনাজপুর সিপিসি-১ উপ-সহকারী পরিচালক নায়েব সুবেদার মোখলেছুর রহমান বাদী হয়ে সন্ধ্যায় একটি মামলা দায়ের করেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান আজকের পত্রিকাকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
নীলফামারীর সৈয়দপুরে ৫৭০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একটি সাদা রঙের প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-গ-১১-০২৫১) ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন—চাঁদপুর জেলার হাইমচর উপজেলার আলগি বাজারের মৃত আবুল হোসেনের পুত্র সুমন (৩৪) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার খানশুর বাজারের আহমেদ আলীর পুত্র ইমরান (২০)।
মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে শহরের রংপুর-দিনাজপুর বাইপাস মহাসড়কে শান্ত টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে তাঁদের আটক করে র্যাব। বিকেল ৬টায় আটক দুজনের নামে সৈয়দপুর থানায় মামলা করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে রংপুর থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি সাদা প্রাইভেটকারে মাদকের একটি চালান আসছে।
সেই সংবাদের ভিত্তিতে রংপুর র্যাব-১৩, দিনাজপুর সিপিসি-১ এর একটি টহলদল উল্লেখিত এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। র্যাবের চেকপোস্ট দেখে মাদক বহনকারী গাড়িটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় পাশের একটি খেজুর গাছে ধাক্কা লাগে। এতে কারটি বিকল হয়ে যায়। এ সময় কারে থাকা সুমন ও ইমরানকে আটক করে র্যাব সদস্যরা। পরে কারটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রাখা ৫৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ঘটনায় সৈয়দপুর থানায় রংপুর র্যাব-১৩, দিনাজপুর সিপিসি-১ উপ-সহকারী পরিচালক নায়েব সুবেদার মোখলেছুর রহমান বাদী হয়ে সন্ধ্যায় একটি মামলা দায়ের করেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান আজকের পত্রিকাকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
৪ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
১১ দিন আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে ডাকাতদের হামলার ঘটনায় ডাকাত দলের প্রধান রিপনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা ও গাজীপুর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৫ দিন আগেনরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫