নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় বড় ভাইয়ের শটগানের গুলিতে ছোট ভাই আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার কৈমারী ইউনিয়নের কৈমারী বাজার গ্রামে ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ সিরাজুল ইসলাম বসুনিয়াকে (৬০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত আফছার উদ্দিন বসুনিয়ার ছেলে এবং কৈমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানান, বড়ভাই সাইদুল ইসলাম বসুনিয়ার (৬৫) সঙ্গে সিরাজুল ইসলাম বসুনিয়ার জমি নিয়ে বিরোধ চলছে বেশ কিছুদিন ধরে। আজ সকালে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সাইদুল ইসলাম বসুনিয়া তাঁর লাইসেন্স করা শটগান দিয়ে সিরাজুল ইসলাম বসুনিয়াকে লক্ষ্য করে গুলি ছোড়েন। সিরাজুল ইসলামের ডান হাত ও বুকে গুলি বিদ্ধ হয়। স্থানীয়রা উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা নিশ্চিত করেছেন, গুলিবিদ্ধ সিরাজুল ইসলাম বসুনিয়া কৈমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
কৈমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদেকুল সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনাটি ঘটেছে। ঘটনার পর জলঢাকা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাইদুল ইসলাম বসুনিয়াসহ তাঁর বাড়ির লোকজন গা–ঢাকা দিয়েছেন।’
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুল আলম আজকের পত্রিকাকে বলেন, সাইদুল ইসলামের শটগানটি লাইসেন্স করা। এ ঘটনায় এখনো মামলা হয়নি। অভিযুক্তকে আটক করতে অভিযান চলছে।
নীলফামারীর জলঢাকায় বড় ভাইয়ের শটগানের গুলিতে ছোট ভাই আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার কৈমারী ইউনিয়নের কৈমারী বাজার গ্রামে ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ সিরাজুল ইসলাম বসুনিয়াকে (৬০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত আফছার উদ্দিন বসুনিয়ার ছেলে এবং কৈমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানান, বড়ভাই সাইদুল ইসলাম বসুনিয়ার (৬৫) সঙ্গে সিরাজুল ইসলাম বসুনিয়ার জমি নিয়ে বিরোধ চলছে বেশ কিছুদিন ধরে। আজ সকালে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সাইদুল ইসলাম বসুনিয়া তাঁর লাইসেন্স করা শটগান দিয়ে সিরাজুল ইসলাম বসুনিয়াকে লক্ষ্য করে গুলি ছোড়েন। সিরাজুল ইসলামের ডান হাত ও বুকে গুলি বিদ্ধ হয়। স্থানীয়রা উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা নিশ্চিত করেছেন, গুলিবিদ্ধ সিরাজুল ইসলাম বসুনিয়া কৈমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
কৈমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদেকুল সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনাটি ঘটেছে। ঘটনার পর জলঢাকা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাইদুল ইসলাম বসুনিয়াসহ তাঁর বাড়ির লোকজন গা–ঢাকা দিয়েছেন।’
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুল আলম আজকের পত্রিকাকে বলেন, সাইদুল ইসলামের শটগানটি লাইসেন্স করা। এ ঘটনায় এখনো মামলা হয়নি। অভিযুক্তকে আটক করতে অভিযান চলছে।
ফোনে ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর সোহেল পরিচয় দিয়ে জানায়, কিছু শারীরিক সমস্যার কারণে তার ভাই বাদ পড়েছে, তবে চাইলে টাকা দিলে চাকরি নিশ্চিত করে দিতে পারবে। এর পর ঢাকার শাহ আলী থানার একটি হোটেলে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে ওই ভুয়া মেজর সোহেল রানা। সঙ্গে ছিল আরেক প্রতারক তৈয়বুর রহমান, যাকে ভুক্তভোগী
৩ দিন আগেচাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৭ শতাংশের বেশি নতুন মুখ। অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তিদের অর্ধেকের কিছু বেশির বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের কোনো অভিযোগ ছিল না। পুলিশ কর্তৃপক্ষের দেওয়া হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
৭ দিন আগেআন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতা আমিনুল ইসলাম (৪৬) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর থেকে তাদের
১৮ দিন আগেমেয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন বাবা। ৮ বছর আগের ওই ঘটনায় মামলা হয়েছিল। ওই ঘটনার আগেও আসামি একাধিকবার মেয়েকে ধর্ষণ করেন। ফলে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ঘটনাটি ঘটেছিল।
০১ সেপ্টেম্বর ২০২৫