Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে কুড়াল দিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ৪৫
ঠাকুরগাঁওয়ে কুড়াল দিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এক ধান ব্যবসায়ীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কাঁঠালডাঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. মনসুর (৩৮)। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গগনপুর গ্রামের বাসিন্দা।

ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আব্দুল খালেক (৪২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হরিপুর উপজেলার ঢাকদহ গোপালপুর গ্রামের ঈসার উদ্দিনের ছেলে।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত আব্দুল খালেক মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।’

ওসি তাজুল ইসলাম বলেন, ‘নিহত মনসুর ধান ব্যবসায়ী। তিনি ধান কেনাবেচার জন্য কাঁঠালডাঙ্গী বাজার এলাকায় যাতায়াত করেন। প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবারও ধান কিনতে আসেন। সন্ধ্যায় রাস্তার পাশের একটি চায়ের দোকানে চা পান করছিলেন তিনি। এ সময় আব্দুল খালেক তাঁকে কুড়াল দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা আব্দুল খালেককে আটক করে থানায় খবর দেন।’

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত