Ajker Patrika

ঠাকুরগাঁওয়ে কিশোরের গলায় ছুরি ঠেকিয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪ 

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ৪২
ঠাকুরগাঁওয়ে কিশোরের গলায় ছুরি ঠেকিয়ে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪ 

ঠাকুরগাঁওয়ে এক কিশোরের গলায় ছুরি ঠেকিয়ে চাঁদা দাবির ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত চারজন কিশোর গ্যাংয়ের সদস্য বলে দাবি পুলিশের।

আজ বুধবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার আকচা ইউপির দক্ষিণ ঠাকুরগাঁও নামক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের নাম হিরা মোহন (১৭)। গতকাল রাতে ভুক্তভোগীর বাবা নরেশ বর্মণ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং দু-তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার বাহাদুরপাড়া গ্রামের মো. সাদেকুল ইসলামের ছেলে মো. শাকিল হাসান (১৮), একই গ্রামের মো. দাহিদুল ইসলামের ছেলে পারভেজ হাসান ওরফে আকাশ (১৮), জলেশ্বরীতলা গ্রামের মো. হোসেন আলীর ছেলে নুর হোসেন (১৮) এবং শান্তিনগর এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে সোহান ওরফে বাবু। এ সময় মামলার অপর আসামি পৌর শহরের হাজীপাড়া মহল্লার মো. তামিম (১৮) পালিয়ে যান।

স্থানীয়রা জানান, হিরা মোহন নামে ওই কিশোর দক্ষিণ ঠাকুরগাঁওয়ে ঠাকুরগাঁও-রুহিয়া মহাসড়কে তাঁর এক আত্মীয়ের জন্য অপেক্ষা করতে থাকে। এ সময় একদল যুবক হিরাকে আটক করে মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নেন। সেই সঙ্গে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে বেধড়ক মারধর শুরু করেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে গিয়ে উল্লিখিত চারজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। 

স্থানীয়রা আরও বলেন, বিভিন্ন সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমে জড়ান গ্রেপ্তারকৃতরা।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার তদন্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত