ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে এক কিশোরের গলায় ছুরি ঠেকিয়ে চাঁদা দাবির ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত চারজন কিশোর গ্যাংয়ের সদস্য বলে দাবি পুলিশের।
আজ বুধবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার আকচা ইউপির দক্ষিণ ঠাকুরগাঁও নামক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের নাম হিরা মোহন (১৭)। গতকাল রাতে ভুক্তভোগীর বাবা নরেশ বর্মণ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং দু-তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার বাহাদুরপাড়া গ্রামের মো. সাদেকুল ইসলামের ছেলে মো. শাকিল হাসান (১৮), একই গ্রামের মো. দাহিদুল ইসলামের ছেলে পারভেজ হাসান ওরফে আকাশ (১৮), জলেশ্বরীতলা গ্রামের মো. হোসেন আলীর ছেলে নুর হোসেন (১৮) এবং শান্তিনগর এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে সোহান ওরফে বাবু। এ সময় মামলার অপর আসামি পৌর শহরের হাজীপাড়া মহল্লার মো. তামিম (১৮) পালিয়ে যান।
স্থানীয়রা জানান, হিরা মোহন নামে ওই কিশোর দক্ষিণ ঠাকুরগাঁওয়ে ঠাকুরগাঁও-রুহিয়া মহাসড়কে তাঁর এক আত্মীয়ের জন্য অপেক্ষা করতে থাকে। এ সময় একদল যুবক হিরাকে আটক করে মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নেন। সেই সঙ্গে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে বেধড়ক মারধর শুরু করেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে গিয়ে উল্লিখিত চারজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।
স্থানীয়রা আরও বলেন, বিভিন্ন সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমে জড়ান গ্রেপ্তারকৃতরা।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার তদন্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁওয়ে এক কিশোরের গলায় ছুরি ঠেকিয়ে চাঁদা দাবির ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত চারজন কিশোর গ্যাংয়ের সদস্য বলে দাবি পুলিশের।
আজ বুধবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে সদর উপজেলার আকচা ইউপির দক্ষিণ ঠাকুরগাঁও নামক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের নাম হিরা মোহন (১৭)। গতকাল রাতে ভুক্তভোগীর বাবা নরেশ বর্মণ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং দু-তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার বাহাদুরপাড়া গ্রামের মো. সাদেকুল ইসলামের ছেলে মো. শাকিল হাসান (১৮), একই গ্রামের মো. দাহিদুল ইসলামের ছেলে পারভেজ হাসান ওরফে আকাশ (১৮), জলেশ্বরীতলা গ্রামের মো. হোসেন আলীর ছেলে নুর হোসেন (১৮) এবং শান্তিনগর এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে সোহান ওরফে বাবু। এ সময় মামলার অপর আসামি পৌর শহরের হাজীপাড়া মহল্লার মো. তামিম (১৮) পালিয়ে যান।
স্থানীয়রা জানান, হিরা মোহন নামে ওই কিশোর দক্ষিণ ঠাকুরগাঁওয়ে ঠাকুরগাঁও-রুহিয়া মহাসড়কে তাঁর এক আত্মীয়ের জন্য অপেক্ষা করতে থাকে। এ সময় একদল যুবক হিরাকে আটক করে মোবাইল ফোন ও মানিব্যাগ কেড়ে নেন। সেই সঙ্গে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে বেধড়ক মারধর শুরু করেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে গিয়ে উল্লিখিত চারজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।
স্থানীয়রা আরও বলেন, বিভিন্ন সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমে জড়ান গ্রেপ্তারকৃতরা।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার তদন্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৫ দিন আগেসবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫