Ajker Patrika

ছেলের অপরাধের লজ্জায় বাবার আত্মহত্যা

প্রতিনিধি, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম
ছেলের অপরাধের লজ্জায় বাবার আত্মহত্যা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছেলে অপরাধ করে জনতার হাতে ধরা পড়ায় লোকলজ্জার ভয়ে সোনাউল্লাহ মিয়া নামের এক ব্যক্তি ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। গতকাল রোববার রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত সোনাউল্লাহ মিয়ার ছেলে রুবেল (১৭) অপর দুই সহযোগী আশিক (১৮) ও সুমন (১৮) গত শুক্রবার (৬ আগস্ট) রাতে গনাইরকুটি গ্রামের আব্দুল লতিফের একটি সাইকেল চুরি করে। পরে গতকাল রোববার দুপুরে চুরি করা সাইকেল বিক্রির টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হলে চুরির বিষয়টি প্রকাশ পায়। বিষয়টি জানাজানি হলে পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী ব্রিজ পাড় বাজারের লোকজন রুবেলকে আটক করে। পরে স্থানীয়দের জেরার মুখে ওই এলাকার নির্মাণাধীন একটি ব্রিজের কাজে ব্যবহৃত দুটি চায়না ব্যাটারি ও একটি মর্টার চুরির দায় স্বীকার করলে স্থানীয়রা তাঁকে পুলিশে দেয়। এদিকে ছেলের চুরির ঘটনা জানতে পেরে ওই দিন রাতেই বিষ পান করেন সোনাউল্লাহ মিয়া। 

ইউপি সদস্য সোলায়মান আলী জানান, চুরির অভিযোগে ছেলেকে পুলিশে দেওয়ায় লোকলজ্জার ভয়ে রুবেলের বাবা সোনাউল্লাহ ওই দিন রাত ৭টার দিকে ইঁদুর মারা বিষ পান করেন। মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান। আজ সোমবার সকাল এগারোটার দিকে তাঁকে দাফন করা হয়। 

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন, জনগণ রুবেলকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে। সে অপ্রাপ্ত বয়স্ক। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে। সোনাউল্লাহর মৃত্যুতে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত