Ajker Patrika

চুরি দেখে ফেলায় বৃদ্ধাকে হত্যা, দুজনের স্বীকারোক্তি

পীরগাছা (রংপুর), প্রতিনিধি
চুরি দেখে ফেলায় বৃদ্ধাকে হত্যা, দুজনের স্বীকারোক্তি

রংপুরের পীরগাছায় নিজ ঘর থেকে রাবেয়া বেগম (৬৫) নামে বৃদ্ধার মরদেহ উদ্ধারের ৩৭ দিনের মাথায় হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পীরগাছা থানা–পুলিশ। গত রোববার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে দুজন হত্যার কথা স্বীকার করে সোমবার বিকেলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। চুরি করতে দেখে ফেলায় বৃদ্ধাকে হত্যা করা হয় বলে জানান গ্রেপ্তারকৃতরা। 

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল ইসলাম। বিচারক আসামিদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। 

আজিজুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা সবাই নিহত বৃদ্ধার প্রতিবেশী। তারা হলেন, উপজেলার অনন্দনগর ইউনিয়নের মুন্সি পাড়া গ্রামে রমজান আলীর ছেলে রুবেল মিয়া (২০), আশাদুল হকের ছেলে দুলাল মিয়া (১৯), মীর মাজেদুল ইসলামের ছেলে মেহেদী হাসান রাঙ্গা (২৮) ও জুলহাস মিয়ার ছেলে শিমুল শেখ (২৫)। রোববার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পীরগাছা থানা–পুলিশ। 

রংপুর আমলি আদালতে দেওয়া জবানবন্দিতে রুবেল মিয়া ও দুলাল মিয়া বলেন, তাঁরা ঘটনার দিন রাতে বৃদ্ধা রাবেয়া বেগমের বাড়িতে চুরি করতে যান। এ সময় ঘরে প্রবেশ করে চুরির করার একপর্যায়ে বৃদ্ধা রাবেয়া তাঁদের দেখে ফেলেন। পরে বিষয়টি প্রকাশ হওয়ার ভয়ে তাঁকে ছুরিকাঘাতে হত্যার পর মরদেহ বিছানা কাঁথা মুড়ি দিয়ে রেখে পালিয়ে যান তাঁরা। এরপর থেকে বিভিন্ন ছদ্মবেশ পালিয়ে ছিলেন তাঁরা। 

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজিজুল ইসলাম বলেন, দীর্ঘ ৩৭ দিন বিভিন্নভাবে তদন্ত করে অবশেষে হত্যার রহস্য উদ্ঘাটনে সক্ষম হয় পীরগাছা থানা–পুলিশ। এ ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। 

তাদের মধ্যে রুবেল মিয়া ও দুলাল মিয়া আদালতে নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। 

উল্লেখ্য, গত ১৪ আগস্ট বিকেলে উপজেলার অন্নদানগর ইউনিয়নের রাধাকৃষ্ণ ইটভাটা সংলগ্ন গ্রাম থেকে মৃত রহিম উদ্দিনের স্ত্রী রাবেয়া বেগমের (৬৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাবেয়া বেগমের সন্তানেরা চাকরির সুবাদে ঢাকায় বসবাস করায় বাড়িতে একাই থাকতেন তিনি। ঘটনার দিন তাঁর সন্তানেরা মোবাইল ফোনে মায়ের কোনো সাড়া শব্দ না পেয়ে তাঁর মামাকে জানান। এরপর তিনি ওই বাড়িতে গিয়ে রাবেয়া বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন। এ বিষয়ে রাবেয়া বেগমের ছেলে বাদী হয়ে পীরগাছা থানায় একটি মামলা দায়ের করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত