Ajker Patrika

অস্ত্রের মুখে অপহৃত কলেজছাত্রী ৩ দিন পর উদ্ধার

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
অস্ত্রের মুখে অপহৃত কলেজছাত্রী ৩ দিন পর উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে কলেজছাত্রীকে (১৬) অপহরণের তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তা করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে স্থানীয় বাগদাহ এলাকা থেকে অপহৃতাকে উদ্ধার করা হয়। মেয়েটি গোবিন্দগঞ্জ শামীম অ্যান্ড শাকিল কারিগরি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বুলবুল আহম্মেদ জানান, মেয়েটিকে উদ্ধারের পর গাইবান্ধা আধুনিক হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা ও জবানবন্দি গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে মেয়েটি সাতজনকে আসামি করে থানায় মামলা করেছেন। এর মধ্যে যমুনা পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে শফিকুল (২৪) ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় প্রধান অভিযুক্ত উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলোনি এলাকার আব্দুল লতিফের ছেলে মোশারফ হোসেনসহ (২৫) আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

অপহৃত ছাত্রীর স্বজনেরা জানান, গত শনিবার সকালে মেয়েটি বাড়ি থেকে সিএনজি চালিত অটোরিকশায় কলেজে যাচ্ছিলেন। পথে কাটামোড়ে পৌঁছালে ৩-৪ জন সিএনজি অটোরিকশার গতিরোধ করে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে ওই ছাত্রীকে তুলে নিয়ে যায় তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত