Ajker Patrika

সৈয়দপুরে অপহরণকারী কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার, অপহৃত উদ্ধার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৫: ৩৫
সৈয়দপুরে অপহরণকারী কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার, অপহৃত উদ্ধার

অপহরণ ও জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়া চিহ্নিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩ এর একটি দল। গ্রেপ্তারের পর তাদের থানায় সোপর্দ করা হয়। এ সময় অপহৃত এক কিশোরকে (১৫) উদ্ধার করা।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

এর আগে গতকাল বুধবার বিকেল ৪টায় নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই তাঁদের সৈয়দপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন, শহরের বাস টার্মিনালের নিয়ামতপুর বকসাপাড়ার রবিউল বাসের সুপারভাইজারের ছেলে ফিরোজ (১৯), একই এলাকার জুম্মাপাড়ার ট্রাকের হেলপার ওহাদ আলীর ছেলে জীবন (২২) এবং ভিত্তিপাড়ার মৃত মনসুর আলীর ছেলে সোহেল (১৮)।

ওসি সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলা হয়েছে। আসামিদের নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত