রংপুর প্রতিনিধি
রংপুরে পরকীয়া প্রেমের জেরে সাদ্দাম হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন, নগরীর হাজীরহাট রণচণ্ডী এলাকার তমিজ উদ্দিনের স্ত্রী শাহের বানু ওরফে শাহনাজ (৩০) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৬)। শুক্রবার (২৮ জুন) তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
বিকেল ৫টার দিকে নগরীর সেন্ট্রাল রোডস্থ মহানগর পুলিশ কার্যালয়ে উপ–পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, স্বামী বয়স্ক হওয়ায় প্রতিবেশী নাতি মঞ্জুরুল ইসলামের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন শাহনাজ। বছরখানেক আগে প্রতিবেশী সাদ্দাম হোসেনের সঙ্গেও সম্পর্কে জড়ান শাহনাজ। তবে পরে সাদ্দামকে এড়িয়ে চলার চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে শাহনাজ বিষয়টি মঞ্জুরুলকে জানান এবং যে কোনো মূল্যে পথের কাঁটা থেকে সরিয়ে দিতে বলেন।
পুলিশ কর্মকর্তা আবু মারুফ বলেন, গত ২৬ জুন দিবাগত রাত ২টার দিকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় শাহনাজের বাড়ির উঠানে সাদ্দামকে দেখতে পান মঞ্জুরুল। বাড়ির লোকদের কাছে ধরা পড়ার ভয়ে দুজনেই বেরিয়ে মাঠের দিকে যেতে থাকেন। সাদ্দাম পেছন থেকে হাসুয়া নিয়ে মঞ্জুরুলকে সামনে রেখে এগিয়ে যেতে থাকেন। সাদ্দাম হঠাৎ কাদায় পা পিছলে পড়ে যান। এই সুযোগে সঙ্গে থাকা দা দিয়ে সাদ্দামকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন মঞ্জুরুল। হত্যার পর সেটি শাহনাজকে জানান।
উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন আরও বলেন, শাহনাজের স্বামীর বয়স প্রায় ৭৫ বছর। তাঁর স্বামী ছেলেকে নিয়ে আলাদা ঘরে ঘুমাতেন। একাই একটি ঘরে থাকতেন শাহনাজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। আশা করছি তাঁরা সেখানেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন।
রংপুরে পরকীয়া প্রেমের জেরে সাদ্দাম হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন, নগরীর হাজীরহাট রণচণ্ডী এলাকার তমিজ উদ্দিনের স্ত্রী শাহের বানু ওরফে শাহনাজ (৩০) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৬)। শুক্রবার (২৮ জুন) তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
বিকেল ৫টার দিকে নগরীর সেন্ট্রাল রোডস্থ মহানগর পুলিশ কার্যালয়ে উপ–পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, স্বামী বয়স্ক হওয়ায় প্রতিবেশী নাতি মঞ্জুরুল ইসলামের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন শাহনাজ। বছরখানেক আগে প্রতিবেশী সাদ্দাম হোসেনের সঙ্গেও সম্পর্কে জড়ান শাহনাজ। তবে পরে সাদ্দামকে এড়িয়ে চলার চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে শাহনাজ বিষয়টি মঞ্জুরুলকে জানান এবং যে কোনো মূল্যে পথের কাঁটা থেকে সরিয়ে দিতে বলেন।
পুলিশ কর্মকর্তা আবু মারুফ বলেন, গত ২৬ জুন দিবাগত রাত ২টার দিকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় শাহনাজের বাড়ির উঠানে সাদ্দামকে দেখতে পান মঞ্জুরুল। বাড়ির লোকদের কাছে ধরা পড়ার ভয়ে দুজনেই বেরিয়ে মাঠের দিকে যেতে থাকেন। সাদ্দাম পেছন থেকে হাসুয়া নিয়ে মঞ্জুরুলকে সামনে রেখে এগিয়ে যেতে থাকেন। সাদ্দাম হঠাৎ কাদায় পা পিছলে পড়ে যান। এই সুযোগে সঙ্গে থাকা দা দিয়ে সাদ্দামকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন মঞ্জুরুল। হত্যার পর সেটি শাহনাজকে জানান।
উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন আরও বলেন, শাহনাজের স্বামীর বয়স প্রায় ৭৫ বছর। তাঁর স্বামী ছেলেকে নিয়ে আলাদা ঘরে ঘুমাতেন। একাই একটি ঘরে থাকতেন শাহনাজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। আশা করছি তাঁরা সেখানেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন।
যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে প্রতারণা, ভারতে সোনা চোরাচালান এবং ৬০০ কোটি টাকা পাচারের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। গতকাল মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় এই মামলা করে।
৩ দিন আগেঢাকার পল্লবীতে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চাকরির লোভ দেখিয়ে ও ব্যবসায়িক অংশীদারির আশ্বাস দিয়ে কোরআন ছুঁয়ে শপথ করিয়ে কোটি টাকার বেশি হাতিয়ে নিত চক্রটি।
৫ দিন আগেফোনে ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর সোহেল পরিচয় দিয়ে জানায়, কিছু শারীরিক সমস্যার কারণে তার ভাই বাদ পড়েছে, তবে চাইলে টাকা দিলে চাকরি নিশ্চিত করে দিতে পারবে। এর পর ঢাকার শাহ আলী থানার একটি হোটেলে ভুক্তভোগীর সঙ্গে দেখা করে ওই ভুয়া মেজর সোহেল রানা। সঙ্গে ছিল আরেক প্রতারক তৈয়বুর রহমান, যাকে ভুক্তভোগী
১২ দিন আগেচাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৭ শতাংশের বেশি নতুন মুখ। অর্থাৎ পুলিশের হাতে ধরা পড়া ব্যক্তিদের অর্ধেকের কিছু বেশির বিরুদ্ধে অতীতে এ ধরনের অপরাধের কোনো অভিযোগ ছিল না। পুলিশ কর্তৃপক্ষের দেওয়া হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
১৫ দিন আগে