Ajker Patrika

সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় ১৬ বছরের কিশোর গ্রেপ্তার

প্রতিনিধি, ঈশ্বরদী 
আপডেট : ১৬ জুলাই ২০২১, ১০: ৫৭
সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় ১৬ বছরের কিশোর গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোর সোয়া পাঁচটার দিকে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, বহরপুর আশ্রয়ণ প্রকল্পের ভেতরে শিশু ও কিশোরটির পরিবার নিকটবর্তী বাড়িতে বসবাস করে। গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশুটি তার ঘরে খেলা করছিল। শিশুটির মা-বাবা তখন বাড়িতে ছিলেন না। এই সুযোগে শিশুটিকে একা পেয়ে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে ওই কিশোর। ভয়ে শিশুটি চিৎকার–চেঁচামেচি করলে তার মা ও প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় তাঁদের দেখে দ্রুত পালিয়ে যায় ওই কিশোর। ঘটনার পর শিশুটির মা ওই দিন রাতে থানায় লিখিত অভিযোগ করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সোয়া পাঁচটায় ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে এসআই জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় আজ ভোর থেকে কিশোরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর ধর্ষণচেষ্টার কথা স্বীকার করেছে। তাকে আদালতে পাঠানো হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত