Ajker Patrika

গাব পাড়তে নিয়ে গিয়ে শিশুকে হত্যা, যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২২, ১৫: ৫৯
গাব পাড়তে নিয়ে গিয়ে শিশুকে হত্যা, যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জের সলঙ্গায় শিশু শুভ (৬) হত্যা মামলায় মদন চন্দ্র ভৌমিক নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মদন চন্দ্র ভৌমিক সলঙ্গা থানার চৌধুরী ঘুঘাট গ্রামের কুঠিশ্বর ভৌমিকের ছেলে।

শিশু শুভ একই গ্রামের শ্রী সুকুমার চন্দ্রের ছেলে।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১০ সালের ১১ অক্টোবর বিকেলে শুভকে গাছ থেকে গাব পেড়ে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যান আসামি মদন চন্দ্র ভৌমিক। পরে সন্ধ্যায় শুভকে শ্বাসরোধে হত্যা করে একই গ্রামের ভবানী চন্দ্রের বাঁশঝাড়ে মরদেহ ফেলে রাখা হয়। এ ঘটনায় শিশুটির বাবা শ্রী সুকুমার চন্দ্র বাদী হয়ে মদন চন্দ্র ভৌমিক, তাঁর বাবা কুঠিশ্বর ভৌমিক ও মা সুমতি রানীকে আসামি করে সলঙ্গায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামি মদন চন্দ্র ভৌমিক পলাতক রয়েছেন। 

আদালতের স্টেনোগ্রাফার মাজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মদন চন্দ্র ভৌমিককে যাবজ্জীবন কারাদণ্ড এবং তাঁর বাবা ও মাকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

মধ্যরাতে কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর

অযাচিতভাবে ডাকসুর ভোট চাওয়ায় কর্মীকে বহিষ্কার করল ছাত্রদল

ফেসবুক পোস্ট নিয়ে হাটহাজারীতে উত্তেজনা, ১৪৪ ধারা জারি, যুবক আটক

অতিরিক্ত সহিংসতা হলে নির্বাচন ভঙ্গুর হয়ে যাবে: উপদেষ্টা শারমীন মুরশিদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত