Ajker Patrika

পুলিশের গাড়ি থামিয়ে ছিনতাইয়ের ঘটনায় মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৫: ৫৯
পুলিশের গাড়ি থামিয়ে ছিনতাইয়ের ঘটনায় মামলা

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পুলিশের গাড়ি থামিয়ে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার রাতে বগুড়া জেলার সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক বাদী হয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে গত মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ পুলিশের গাড়ি থামিয়ে ওয়াকিটকি, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। তবে মামলাটিতে আসামির নাম উল্লেখ করা হয়েছে কি না বা কতজনকে আসামি করা হয়েছে তা জানাতে রাজি হয়নি পুলিশ। 

ওসি আরও জানান, ঘটনার পরে ঘটনাস্থলের আশপাশের এলাকায় অভিযান চলছে। তবে এখন পর্যন্ত ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা এবং ছিনতাইকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ। 

মামলা সূত্র জানা যায়, একটি অপহরণ মামলায় গত মঙ্গলবার ভুক্তভোগীর স্বজনসহ ঢাকায় যান বগুড়া জেলার সোনাতলা থানার কয়েকজন পুলিশ সদস্য। রাতে ঢাকায় কাজ শেষে বগুড়ায় ফেরার পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীরা পুলিশের গাড়ি থামিয়ে ওয়াকিটকি, দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। 

বগুড়ার সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, গত ফেব্রুয়ারি মাসে সোনাতলা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণ করা হয়। পরে ছাত্রীর বাবা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পুলিশ ও পরিবার ওই ছাত্রীর সন্ধান করছিল। গত সোমবার ছাত্রীর পরিবার জানতে পারে, মেয়েটি ঢাকায় অবস্থান করছে। তাদের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সোনাতলা থানার পুলিশ স্কুলছাত্রীর পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় উদ্ধার অভিযানে যায়। 

অভিযান শেষ করে রাতে তারা বঙ্গবন্ধু সেতু পার হয়ে কড্ডা এলাকায় পৌঁছালে সড়কের পেছন থেকে তাদের মাইক্রোবাস লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়। এ সময় মাইক্রোবাসের গ্লাস ভেঙে একটি পাথর ওই ছাত্রীর চাচার মাথায় লাগে। তাঁর চিৎকারে চালক গাড়ি থামিয়ে দেন। এ সময় সাত-আটজন ছিনতাইকারী তাঁদের ঘিরে ধরে। গাড়িতে থাকা পুলিশ সদস্যরা সাদা পোশাকে থাকায় তাঁদের পরিচয় দিলেও ছিনতাইকারী দল তা বিশ্বাস করেনি। 

ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি, দুটি মোবাইল ফোন ও নগদ টাকাসহ মালামাল ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে কনস্টেবল কালাম হোসেনের মাথায় ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। আহত কনস্টেবল এবং অপহৃত ছাত্রীর চাচাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাঁরা দুজন সুস্থ রয়েছেন। 

বগুড়া জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী জানান, মহাসড়কে পুলিশের গাড়িতে ছিনতাইয়ের বিষয়টি জানার পর বগুড়া থেকে ডিবি পুলিশ ও সোনাতলা থানার পুলিশ সিরাজগঞ্জে অভিযান চালাচ্ছে। 

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, ছিনতাইয়ের ঘটনার পর থেকে ঘটনাস্থলের আশপাশের এলাকায় অভিযান চলছে। তবে এখন পর্যন্ত ছিনতাই হওয়া মালামাল উদ্ধার এবং ছিনতাইকারীদের শনাক্ত করা যায়নি। রাতে মহাসড়কে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার পুলিশের টহল থাকার কথা। এতে কারও দায়িত্বে অবহেলা আছে কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ছিনতাই হওয়া মালামাল উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত